হোম > সারা দেশ > ঢাকা

গার্মেন্টসের সর্বনিম্ন মজুরি ২৩ হাজার টাকা ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গার্মেন্টস খাতের হেলপার ৭ম গ্রেডের শ্রমিককে ৬৫ ভাগ মূল মজুরিসহ মোট মজুরি ২৩ হাজার টাকা ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ (বিজিডব্লিউইউসি)।

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানান সংগঠনের নেতারা। মানববন্ধন শেষে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমান ও মহাসচিব মো. বজলুর রহমান বাবলুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিম্নতম মজুরি বোর্ড চেয়ারম্যানকে স্মারকলিপি পেশ করেন।

প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান ক্রমাগত মূল্যবৃদ্ধির জাঁতাকলে শ্রমিক জীবন নিষ্পেষিত হচ্ছে। ক্রমাগত বিদ্যুৎ, পানি এবং গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে শিল্প এলাকায় অস্বাভাবিক বাড়ি ভাড়া বৃদ্ধির প্রেক্ষাপটে জীবন-জীবিকা দুর্বিষহ হয়ে পড়েছে। বর্তমানে একজন শ্রমিক পরিবারকে সাধারণ হিসেবেই মাসিক জনপ্রতি ৪ হাজার টাকা খাদ্য বাবদ প্রয়োজন এবং ৪ জনের খাদ্য বাবদ ১৬ হাজার টাকা দরকার, বাড়িভাড়া বাবদ ১০ হাজার টাকা এবং সন্তানের পড়ালেখার ন্যূনতম খরচ ২ হাজার টাকা প্রয়োজন, চিকিৎসা খরচ ন্যূনতম ২ হাজার টাকা, যাতায়াত বাবদ ১ হাজার টাকা, বিনোদন ২ হাজার টাকা, খাদ্য বহির্ভূত খরচ ১ হাজার টাকাসহ ন্যূনতম সঞ্চয় ১ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা প্রয়োজন। 

নেতৃবৃন্দ বলেন, ‘আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সরকারি ২৪ গ্রেডের অদক্ষ কর্মচারী ক্লিনারের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৮৫০ টাকা এবং ব্যাংকিং খাতে ২০২২ সালে ২৪ হাজার টাকা ঘোষণা করে কার্যকর করা হয়েছে। গ্লোবাল লিভিং ওয়েজ কোয়ালিশন পোশাক খাতের জন্য ন্যূনতম মজুরি অনুমান করছে ২১ হাজার ৬৪৮ টাকা হওয়া দরকার। শ্রমিকদের ২০১৮ সালের মজুরি ৮ হাজার টাকা, বিগত ২০১৮ সালে ১ ডলার= ৮২ টাকা ছিল, সে হিসেবে তখন ৯৮ ডলার বেতন ছিল। ডলারের অবমূল্যায়নের কারণে বর্তমানে সরকারি রেট অনুযায়ী ১ ডলার= ১০৬ টাকা হিসেবে বর্তমানে ৭৫—৪৭ ডলার পায়।

‘গার্মেন্টস মালিকেরা টাকা অবমূল্যায়নের কারণে ২৯% শতাংশ টাকা বেশি আয় করছেন। কিন্তু দ্রব্য মূল্যে চাপে শ্রমিকেরা দিশেহারা হয়ে কোনো রকমে জীবন যাপন করেছেন। গার্মেন্টস মালিকেরা ২৯% শতাংশ টাকা অবমূল্যায়নে সম্পূর্ণ সুযোগ পেলেও শ্রমিকদের ন্যূনতম আপত্কালীন কোনো মহার্ঘ ভাতা প্রদান করেননি যা অত্যন্ত অমানবিক। তাই ২৩ হাজার টাকা নিম্নতম মজুরির দ্রুত ঘোষণা দিতে হবে।’

মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন—এম দেলোয়ার হোসেন, মাহতাবউদ্দিন শহীদ, ইলিয়াস উদ্দিন, তাহমিনা রহমান, নজরুল ইসলাম, ফজলুর রহমান ফজলু, জান্নাত ফাতেমা গার্মেন্টস শ্রমিক নেতারা।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা