হোম > সারা দেশ > ঢাকা

ফ্যাটি লিভারের চিকিৎসায় বিএসএমএমইউতে চিরতার পরীক্ষা শুরু

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লিভার রোগের চিকিৎসায় আয়ুর্বেদের বিজ্ঞানসম্মত ব্যবহারে গুরুত্ব দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের উদ্যোগে ফ্যাটি লিভারের চিকিৎসায় ‘কালোমেঘের’ (চিরতা) ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করা হয়েছে।

লিভার বিভাগের অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

অধ্যাপক মামুন  বলেন, ‘লিভার চিকিৎসায় আয়ুর্বেদ চিকিৎসকেরা কালোমেঘ ব্যবহার করতেন। সেই পরিপ্রেক্ষিতে তিনি কালোমেঘ নিয়ে গবেষণা শুরু করেন। যা আমাদের দেশে চিরতা নামে পরিচিত। গবেষণার প্রাথমিক পর্যায়ে এই গুল্মের ২৩টি রাসায়নিক উপাদান চিহ্নিত করা হয়। পরের ধাপে এর মধ্যে পাঁচটি উপাদান চিহ্নিত করা হয়, যেগুলো ফেটি লিভার নিরাময়ে কার্যকর। তারপরে চিহ্নিত করা হয়েছে গুল্মটির কোন বয়সে এই উপাদানগুলো বেশি থাকে। সেই সময়ের সম্পূর্ণ গাছ নির্দিষ্ট তাপমাত্রায় শুকিয়ে পাউডার করে ক্যাপসুল আকারে তৈরি করা হয়েছে।’

মামুন আল মাহতাব বলেন, ট্রায়ালের ক্ষেত্রে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা ফেটি লিভার আক্রান্ত রোগীদের মধ্যে  ৪০ জনকে বাছাই করা হবে। যাদের লিভার ৪০-৫০ শতাংশ ফ্যাটি থাকবে। এর মধ্যে ২০ জনকে ডাবল ডোজ এবং ২০ জনকে এক ডোজ প্রদান করা হবে। ট্রায়াল শুরুর আগে এবং তিন মাস পরে লিভারের ফাইব্রোসিস পরীক্ষা করে ওষুধের কার্যকারিতা মূল্যায়ন করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যায়ের উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ। হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আইয়ুব আল মামুন সভাপতিত্ব করেন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট