হোম > সারা দেশ > ঢাকা

দেশের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের সব তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। চলমান ছাত্র আন্দোলনের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে তারা।

রোববার বিজিএমইএ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সই করেন বিজিএমইএর সভাপতি এস এম মান্নান কচি।

এতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শ্রমিক কর্মচারী ভাইবোনদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সব পোশাক শিল্প কারখানা বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি অনুরোধ করা হলো।

এদিকে ঢাকার আশুলিয়ায় কয়েকটি পোশাক কারখানা ও একটি কাপড়ের গুদামে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। এ সময় ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়িতে হামলা ও ভাঙচুর চালায় তারা। রোববার আশুলিয়ায় জিরানী এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ঢাকার কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকা বলেন, ‘আন্দোলনকারীরা বিকেলে আশুলিয়ার জিরানী এলাকার সিনহা টেক্সটাইল ও বেক্সিমকো সিনথেটিকসে আগুন দেয়। খবর পেয়ে আমরা গাড়ি পাঠিয়ে ছিলাম, কিন্তু গাড়ি যেতে পারেনি। সিনহা টেক্সটাইলের অদূরে গাড়ি ভাঙচুর করেছে আন্দোলনকারীরা।’

এর আগে এক দফা দাবিতে রোববার শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলনের গাজীপুরসহ দেশের গার্মেন্টস অধ্যুষিত এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস