হোম > সারা দেশ > ঢাকা

দেশের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের সব তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। চলমান ছাত্র আন্দোলনের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে তারা।

রোববার বিজিএমইএ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সই করেন বিজিএমইএর সভাপতি এস এম মান্নান কচি।

এতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শ্রমিক কর্মচারী ভাইবোনদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সব পোশাক শিল্প কারখানা বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি অনুরোধ করা হলো।

এদিকে ঢাকার আশুলিয়ায় কয়েকটি পোশাক কারখানা ও একটি কাপড়ের গুদামে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। এ সময় ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়িতে হামলা ও ভাঙচুর চালায় তারা। রোববার আশুলিয়ায় জিরানী এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ঢাকার কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকা বলেন, ‘আন্দোলনকারীরা বিকেলে আশুলিয়ার জিরানী এলাকার সিনহা টেক্সটাইল ও বেক্সিমকো সিনথেটিকসে আগুন দেয়। খবর পেয়ে আমরা গাড়ি পাঠিয়ে ছিলাম, কিন্তু গাড়ি যেতে পারেনি। সিনহা টেক্সটাইলের অদূরে গাড়ি ভাঙচুর করেছে আন্দোলনকারীরা।’

এর আগে এক দফা দাবিতে রোববার শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলনের গাজীপুরসহ দেশের গার্মেন্টস অধ্যুষিত এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট