৪০ হাজার টাকা ব্যয়ে হিরো আলমের ভাস্কর্য তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী উত্তম কুমার। ২০১৮ সালে তিনি এটি তৈরি করেন। তবে আজ মঙ্গলবার বিকেলে হিরো আলম ভাস্কর্যের সঙ্গে নিজের তোলা ছবি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করেন। সেখানে তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হলো আমার ভাস্কর্য।’
হিরো আলম ফেসবুকে ছবি আপলোড করার পর নতুন করে ফের আলোচনায় এসেছে ভাস্কর্যের বিষয়টি। হিরো আলমের সেই পোস্টের মন্তব্য ঘরে নানা ইতিবাচক ও নেতিবাচক মতামত দিচ্ছেন নেটিজেনরা।
ভাস্কর্য তৈরির কাজে যুক্ত থাকা উত্তম কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৮ সালে যখন হিরো আলম আলোচনায় আসে তখন আমি ভাস্কর্যটি তৈরি করি। কোনো একাডেমিক উদ্দেশ্যে নয়, শখের বশে। তবে হিরো আলমকে পছন্দ করার কারণ হলো—তাঁর চেহারার ভেতরে ভাস্কররা পছন্দ করে এ রকম একটি বিষয় রয়েছে, যেটা ভাস্কর্যের সঙ্গে যায়। ভাস্কর্য তৈরি করতে প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছে।’
উত্তম কুমার আরও বলেন, ‘ভাস্কর্য তৈরি করার পর সে সময়ে আমি ফেসবুকে আপলোড করার পর আলোচনায় আসে। হিরো আলম নিজেও সেটা দেখে যান। তবে হিরো আলমকে ভাস্কর্য দেওয়া হয়ে ওঠেনি। তিনি (হিরো আলম) চাইলে দিয়ে দেওয়া হবে।’
উল্লেখ্য, উত্তম কুমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের জ্যোতির্ময় গুহঠাকুরতা ভবনে থাকেন, তার কক্ষেই হিরো আলমের ভাস্কর্য রয়েছে। তিনি ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী।