হোম > সারা দেশ > ঢাকা

হিরো আলমের চেহারা ভাস্করেরা পছন্দ করেন: ঢাবির চারুকলার শিক্ষার্থী

ঢাবি প্রতিনিধি

৪০ হাজার টাকা ব্যয়ে হিরো আলমের ভাস্কর্য তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী উত্তম কুমার। ২০১৮ সালে তিনি এটি তৈরি করেন। তবে আজ মঙ্গলবার বিকেলে হিরো আলম ভাস্কর্যের সঙ্গে নিজের তোলা ছবি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করেন। সেখানে তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হলো আমার ভাস্কর্য।’ 

হিরো আলম ফেসবুকে ছবি আপলোড করার পর নতুন করে ফের আলোচনায় এসেছে ভাস্কর্যের বিষয়টি। হিরো আলমের সেই পোস্টের মন্তব্য ঘরে নানা ইতিবাচক ও নেতিবাচক মতামত দিচ্ছেন নেটিজেনরা। 

ভাস্কর্য তৈরির কাজে যুক্ত থাকা উত্তম কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৮ সালে যখন হিরো আলম আলোচনায় আসে তখন আমি ভাস্কর্যটি তৈরি করি। কোনো একাডেমিক উদ্দেশ্যে নয়, শখের বশে। তবে হিরো আলমকে পছন্দ করার কারণ হলো—তাঁর চেহারার ভেতরে ভাস্কররা পছন্দ করে এ রকম একটি বিষয় রয়েছে, যেটা ভাস্কর্যের সঙ্গে যায়। ভাস্কর্য তৈরি করতে প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছে।’ 

উত্তম কুমার আরও বলেন, ‘ভাস্কর্য তৈরি করার পর সে সময়ে আমি ফেসবুকে আপলোড করার পর আলোচনায় আসে। হিরো আলম নিজেও সেটা দেখে যান। তবে হিরো আলমকে ভাস্কর্য দেওয়া হয়ে ওঠেনি। তিনি (হিরো আলম) চাইলে দিয়ে দেওয়া হবে।’ 

উল্লেখ্য, উত্তম কুমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের জ্যোতির্ময় গুহঠাকুরতা ভবনে থাকেন, তার কক্ষেই হিরো আলমের ভাস্কর্য রয়েছে। তিনি ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী। 

 

 

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি