হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ীতে প্রাইভেট কারের ধাক্কায় নারী নিহত

ঢামেক প্রতিনিধি

ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে প্রাইভেট কারের ধাক্কায় বিউটি পারলারে কাজ করা এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শনির আখড়া অগ্রদূত স্কুলের সামনে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারী ও স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাথী আক্তারের (৩৫) বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ থানার সাং সাতারপাইয়া বাজার এলাকায়। সেখানকার মো. মফিজুর রহমানের মেয়ে তিনি। সাথী যাত্রাবাড়ীর কাজলা এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন এবং শনির আখড়া এলাকায় একটি বিউটি পারলারে কাজ করতেন।

হাসপাতালে আসা সাথীর ভাই মো. শাকিল হোসেন বলেন, অনেক দিন আগে সাথীর বিয়ে হয়েছিল। তবে সেটা বেশি দিন স্থায়ী হয়নি। সকালে বাসা থেকে কাজে যাওয়ার উদ্দেশে বের হন সাথী। এ সময় শনির আখড়া অগ্রদূত স্কুলের সামনে রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাথীকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, যাত্রাবাড়ী এলাকা থেকে সাথী নামের এক নারীকে মুমূর্ষু অবস্থায় পথচারী ও স্বজনেরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানিয়েছেন, রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় আহত হয়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার