হোম > সারা দেশ > ঢাকা

রামপুরায় অগ্নিসংযোগ ও ভাঙচুরে ১২টি বাস ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর রামপুরা এলাকায় অনাবিল পরিবহনের বাসের চাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলামের নিহত হওয়ার ঘটনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরে মোট ১২টি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার দিবাগত রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে এ কথা জানান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) হাফিজুর রহমান।

হাফিজুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে এসে আমরা ১২টি বাস বিধ্বস্ত অবস্থায় পেয়েছি। এর মধ্যে চারটি বাসে ভাঙচুর ও বাকি আটটিতে আগুন দেওয়া হয়েছে। ঘটনাস্থলে আমাদের তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপণ করেছে। আগুনে বাসগুলো সম্পূর্ণ পুড়ে গেছে।’ 

রাত সাড়ে বারোটার দিকে পুলিশের দুটি রেকার বিধ্বস্ত বাসগুলো সড়ক থেকে সরিয়ে ফেলে। এ সময় পুলিশ সড়ক থেকে উত্তেজিত জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। রাত ২টার দিকে সড়কে যানচলাচল শুরু হয়। 

রাত পৌনে এগারোটার দিকে রাজধানীর রামপুরা এলাকায় অনাবিল পরিবহনের একটি বাসের ধাক্কায় শিক্ষার্থী মাইনুদ্দীন ইসলামের মৃত্যু হয়। ওই শিক্ষার্থী একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। এই ঘটনার জেরে অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় ঘাতক বাসসহ আটটি বাসে আগুন ও ৪টি বাস ভাঙচুর করে তারা।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু