হোম > সারা দেশ > ঢাকা

গাড়িতে অগ্নিসংযোগ প্রতিরোধে পুলিশের বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে গাড়িতে অগ্নিসংযোগ প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগ। আজ মঙ্গলবার সায়েদাবাদ বাসমালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে পুলিশের একটি সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বাসমালিক, শ্রমিক ছাড়াও ডিএমপির ওয়ারীর ট্রাফিক ও ক্রাইম বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) আক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা প্রতিরোধ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এই সভা করা হয়েছে। গত এক মাসে আমাদের এলাকায় অন্তত ১৫-২০টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তাই আমরা এই ঘটনা প্রতিরোধে বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। গাড়িতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা, বাস টার্মিনালে প্রহরী বৃদ্ধি করা, অন্য কোথাও গাড়ি রাখলে সেখানে নিরাপত্তা নিশ্চিত করা।’

এ ছাড়া সড়কে গাড়ির শৃঙ্খলা ফেরাতে গাড়ির কাগজপত্রের মূলকপির পরিবর্তে ফটোকপি সঙ্গে রাখা এবং যৌক্তিক কারণ ব্যতীত কোনো গাড়িতেই মামলা, রেকার না করা। রাস্তায় গাড়ি চলাকালীন সকল গাড়ির জানালা বন্ধ রাখা। প্রত্যেক গাড়িতে ছোট সাইজের ফায়ার ইস্টিংগুইশার বা ফায়ার বল রাখা। দূরপাল্লার বাসের পেছনে অতিরিক্ত একজন স্টাফ রাখা যিনি পেছন থেকে যাত্রীদের মনিটরিং করবেন। টার্মিনালের নিরাপত্তার জন্য ভলান্টিয়ার সংখ্যা বাড়ানো ও রাত্রিকালীন আলাদা টহল পার্টি নিয়োগ করা। অতিরিক্ত যাত্রীর আশায় কোনো গাড়িই এক জায়গায় বেশিক্ষণ না দাঁড়ানো। যত্রতত্র পার্কিং করে যানজট তৈরি করা যাবে না। যেকোনো ধরনের সন্দেহজনক দ্রব্য বা ব্যাগ পাওয়া গেলে সংশ্লিষ্ট পুলিশ বা ট্রাফিক পুলিশকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়।

ট্রাফিক ওয়ারী ডিভিশনের পক্ষ থেকে একটা হটলাইন নম্বর চালু করা হয়। যে কেউ ওই নম্বরে ফোন করে যেকোনো ধরনের চাঁদাবাজি, অসুবিধা, দুর্ঘটনা, গাড়িতে আগুন, ট্রাফিক জ্যামের বর্তমান অবস্থা ইত্যাদি নিউজ সরাসরি ডিসি ট্রাফিক ওয়ারীকে অবহিত করতে পারবেন।

সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন ডিসি ক্রাইম ওয়ারী ইকবাল হোসেন।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’