হোম > সারা দেশ > ঢাকা

মাদক মামলায়ও জামিন, মুক্তিতে বাধা নেই নাসিরের

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পর এবার মাদক আইনের মামলায়ও জামিন পেলেন নাসির ইউ আহমেদ। ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় উত্তরার বাসায় অভিযান করে তাঁকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ। ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদকে বুধবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসিম জামিন দেন।

আজ মঙ্গলবার পরীমণির দায়ের করা ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলায় নাসির উদ্দিন ও তুহিন সিদ্দিকী অমিকে জামিন দেয় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। নাসিরের আইনজীবী আবদুল বাতেন আজকের পত্রিকাকে বলেন, নাসিরের মুক্তিতে এখন আর কোনো বাধা নেই। দুই মামলাতেই তিনি জামিন পেয়েছেন।

মাদক মামলায় নাসির উদ্দিন ও অমি ছাড়াও তাদের সঙ্গে থাকা তিন নারীও আসামি ছিলেন। বুধবার লিপি আক্তার, সুমি আক্তার ও নাজমা আমিন স্নিগ্ধাও জামিন পেয়েছেন।

গত ১৪ জুন দুপুরে নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে রাজধানীর উত্তরা-১ নম্বর সেক্টরের-১২ নম্বর রোডের বাসা থেকে গ্রেপ্তার করে ডিবির একটি দল। 
গ্রেপ্তারের পর ঘটনাস্থল থেকে চার বোতল বিদেশি মদ, বিয়ার ও এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ।

গত ৮ জুন রাতে ঢাকার মিরপুর বেড়িবাঁধের ঢাকা বোট ক্লাবে অমির সঙ্গে যান পরীমণি। পরে ফেসবুক পোস্টে অভিযোগ করেন নাসির উদ্দিন, অমি ও অজ্ঞাতনামা চারজন ধর্ষণের চেষ্টা করেছেন তাঁকে। মারধর ও হত্যার চেষ্টাও চালানো হয়। এ ঘটনায় ১৪ জুন দুপুরে সাভার থানায় পরীমণি মামলা করেন। 

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর