হোম > সারা দেশ > ঢাকা

সাভার ও ধামরাইয়ে ঈদের রাত থেকে ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত সকল গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ মঙ্গলবার দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক আবু সাদাৎ মো. সায়েম এই তথ্য নিশ্চিত করেন। এ ছাড়া মাইকিং করে ও গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি গ্রাহকদের জানানো হবে।

গ্যাস সঞ্চালন পাইপ লাইনের সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। 

আবু সাদাৎ মো. সায়েম বলেন, পেট্রোবাংলার পক্ষ থেকে জারিকৃত শিডিউল অনুযায়ী ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা গ্যাস সঞ্চালন পাইপ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য জোনাল বিপণন অফিস (জোবিঅ)–সাভার আওতাধীন সকল শ্রেণির আবাসিক–শিল্পসহ সব ধরনের গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় মানিকগঞ্জ ও ধামরাইয়েও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ঈদ যেইদিনই হোক সেই দিনই এই সিদ্ধান্ত কার্যকর হবে। 

আবু সাদাৎ মো. সায়েম আরও বলেন, ঈদের ওই সময়ে গ্যাস ব্যবহারের চাপ তুলনামূলক কম থাকে। এ ছাড়া পাইপ লাইনগুলোর সংস্কার কাজ করাটা সহজ হয়। সবদিক বিবেচনা করে ওই সময়টিকে সঞ্চালন পাইপ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য নির্ধারণ করা হয়েছে। 

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১