হোম > সারা দেশ > ঢাকা

সাভার ও ধামরাইয়ে ঈদের রাত থেকে ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত সকল গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ মঙ্গলবার দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক আবু সাদাৎ মো. সায়েম এই তথ্য নিশ্চিত করেন। এ ছাড়া মাইকিং করে ও গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি গ্রাহকদের জানানো হবে।

গ্যাস সঞ্চালন পাইপ লাইনের সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। 

আবু সাদাৎ মো. সায়েম বলেন, পেট্রোবাংলার পক্ষ থেকে জারিকৃত শিডিউল অনুযায়ী ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা গ্যাস সঞ্চালন পাইপ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য জোনাল বিপণন অফিস (জোবিঅ)–সাভার আওতাধীন সকল শ্রেণির আবাসিক–শিল্পসহ সব ধরনের গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় মানিকগঞ্জ ও ধামরাইয়েও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ঈদ যেইদিনই হোক সেই দিনই এই সিদ্ধান্ত কার্যকর হবে। 

আবু সাদাৎ মো. সায়েম আরও বলেন, ঈদের ওই সময়ে গ্যাস ব্যবহারের চাপ তুলনামূলক কম থাকে। এ ছাড়া পাইপ লাইনগুলোর সংস্কার কাজ করাটা সহজ হয়। সবদিক বিবেচনা করে ওই সময়টিকে সঞ্চালন পাইপ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য নির্ধারণ করা হয়েছে। 

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ