হোম > সারা দেশ > ঢাকা

সাভার ও ধামরাইয়ে ঈদের রাত থেকে ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত সকল গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ মঙ্গলবার দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক আবু সাদাৎ মো. সায়েম এই তথ্য নিশ্চিত করেন। এ ছাড়া মাইকিং করে ও গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি গ্রাহকদের জানানো হবে।

গ্যাস সঞ্চালন পাইপ লাইনের সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। 

আবু সাদাৎ মো. সায়েম বলেন, পেট্রোবাংলার পক্ষ থেকে জারিকৃত শিডিউল অনুযায়ী ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা গ্যাস সঞ্চালন পাইপ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য জোনাল বিপণন অফিস (জোবিঅ)–সাভার আওতাধীন সকল শ্রেণির আবাসিক–শিল্পসহ সব ধরনের গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় মানিকগঞ্জ ও ধামরাইয়েও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ঈদ যেইদিনই হোক সেই দিনই এই সিদ্ধান্ত কার্যকর হবে। 

আবু সাদাৎ মো. সায়েম আরও বলেন, ঈদের ওই সময়ে গ্যাস ব্যবহারের চাপ তুলনামূলক কম থাকে। এ ছাড়া পাইপ লাইনগুলোর সংস্কার কাজ করাটা সহজ হয়। সবদিক বিবেচনা করে ওই সময়টিকে সঞ্চালন পাইপ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য নির্ধারণ করা হয়েছে। 

২৪ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন