হোম > সারা দেশ > ঢাকা

জবিতে ইতিহাস বিভাগের চেয়ারম্যানকে অবাঞ্ছিত করে একপক্ষের ব্যানার, অপরপক্ষের অপসারণ

  জবি প্রতিনিধি

ইতিহাস বিভাগের সামনে টানানো ব্যানার। ছবি: আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের কয়েকজন শিক্ষার্থী বিভাগের চেয়ারম্যান ড. মুর্শিদা বিনতে রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করে বিভাগের সামনে ব্যানার সাঁটান। পরবর্তী সময় বিভাগের অন্য শিক্ষার্থীরা তা সরিয়ে ফেলেন। আজ সোমবার এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের ব্যানারে দাবি করা হয়েছে, ড. মুর্শিদা বিনতে রহমান জুলাই-আগস্টের গণহত্যা সমর্থনকারী এবং ফ্যাসিস্ট হিসেবে পরিচিত ব্যক্তিদের অনুসারী।

আরও উল্লেখ করা হয়, তিনি ক্লাসে সরকারপন্থী মতামত প্রচার করেন এবং জুলাই বিপ্লবের বিরোধিতা করেন।

ব্যানার টাঙানোর বিষয়ে ইতিহাস বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ছাইফুল ইসলাম সবুজ (বিভাগের পঞ্চম ব্যাচ) বলেন, ‘যারা জুলাই বিপ্লবের বিরুদ্ধে থাকবে, ফ্যাসিস্টদের পক্ষে কথা বলবে তাদের অবাঞ্ছিত করা এখন সময়ের দাবি। যৌক্তিকভাবেই আমি মনে করি, উনি চেয়ারম্যানের পদে থাকতে পারেন না, উনাকে অবাঞ্ছিত করা সময়োপযোগী সিদ্ধান্ত হয়েছে। কারণ, উনি সব সময় ছাত্রদের বিপক্ষে কথা বলেছে এবং তিনি সরাসরি ফ্যাসিস্টদের অনুসারী।’

ড. মুর্শিদা বিনতে রহমান এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটি সাধারণ শিক্ষার্থীদের কাজ নয়। এটি পাঁচজন শিক্ষার্থীর পরিকল্পিত কাজ, যাদের এমফিল–সংক্রান্ত সমস্যার সমাধানে বিলম্ব হয়েছিল। বিভাগের অন্য শিক্ষার্থীরা ইতিমধ্যে ব্যানারটি সরিয়ে ফেলেছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল