হোম > সারা দেশ > ঢাকা

জবিতে ইতিহাস বিভাগের চেয়ারম্যানকে অবাঞ্ছিত করে একপক্ষের ব্যানার, অপরপক্ষের অপসারণ

  জবি প্রতিনিধি

ইতিহাস বিভাগের সামনে টানানো ব্যানার। ছবি: আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের কয়েকজন শিক্ষার্থী বিভাগের চেয়ারম্যান ড. মুর্শিদা বিনতে রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করে বিভাগের সামনে ব্যানার সাঁটান। পরবর্তী সময় বিভাগের অন্য শিক্ষার্থীরা তা সরিয়ে ফেলেন। আজ সোমবার এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের ব্যানারে দাবি করা হয়েছে, ড. মুর্শিদা বিনতে রহমান জুলাই-আগস্টের গণহত্যা সমর্থনকারী এবং ফ্যাসিস্ট হিসেবে পরিচিত ব্যক্তিদের অনুসারী।

আরও উল্লেখ করা হয়, তিনি ক্লাসে সরকারপন্থী মতামত প্রচার করেন এবং জুলাই বিপ্লবের বিরোধিতা করেন।

ব্যানার টাঙানোর বিষয়ে ইতিহাস বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ছাইফুল ইসলাম সবুজ (বিভাগের পঞ্চম ব্যাচ) বলেন, ‘যারা জুলাই বিপ্লবের বিরুদ্ধে থাকবে, ফ্যাসিস্টদের পক্ষে কথা বলবে তাদের অবাঞ্ছিত করা এখন সময়ের দাবি। যৌক্তিকভাবেই আমি মনে করি, উনি চেয়ারম্যানের পদে থাকতে পারেন না, উনাকে অবাঞ্ছিত করা সময়োপযোগী সিদ্ধান্ত হয়েছে। কারণ, উনি সব সময় ছাত্রদের বিপক্ষে কথা বলেছে এবং তিনি সরাসরি ফ্যাসিস্টদের অনুসারী।’

ড. মুর্শিদা বিনতে রহমান এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটি সাধারণ শিক্ষার্থীদের কাজ নয়। এটি পাঁচজন শিক্ষার্থীর পরিকল্পিত কাজ, যাদের এমফিল–সংক্রান্ত সমস্যার সমাধানে বিলম্ব হয়েছিল। বিভাগের অন্য শিক্ষার্থীরা ইতিমধ্যে ব্যানারটি সরিয়ে ফেলেছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট