হোম > সারা দেশ > ঢাকা

পিস্তলধারী যুবকের মসজিদ থেকে জুতা চুরি

আজকের পত্রিকা ডেস্ক­

পিস্তলসহ আটক যুবক। ছবি: সংগৃহীত

রাজধানীর পান্থপথে মসজিদে জুতা চুরির পর প্রকাশ্যে ‘পিস্তল’ বের করে ভয় দেখানোর চেষ্টার সময় এক যুবককে আটক করেছে পুলিশ ও পথচারীরা।

আজ বুধবার দুপুরের দিকে পান্থপথের এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতালের কাছে এ ঘটনা ঘটে। আটক ওই যুবকের নাম ইবতেশাম রহমান আলফি (১৮)। তিনি মোহাম্মদপুরে থাকেন। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন কলাবাগান থানার ওসি আক্তারুজ্জামান।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত জোহরের নামাজের পর। এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতালের ভেতরের মসজিদে নামাজ পড়ে কয়েকজন যুবক বের হয়ে দেখেন, তাঁদের একজনের জুতা নেই। ওই যুবকেরা হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে এক সন্দেহভাজন যুবককে শনাক্ত করেন। বাইরে বেরিয়ে তাঁরা ফুটেজে দেখা যুবকের মতো একজনকে দেখে তাঁকে চ্যালেঞ্জ করেন। সন্দেহভাজন ওই যুবক তখন কোমর থেকে পিস্তল বের করে ভয় দেখালে তাঁরা পিছিয়ে যান।

এই অবস্থায় ওই রাস্তা দিয়ে রিকশায় যাওয়ার সময় একজন ‘ছিনতাইকারী’ বলে চিৎকার করেন। পরে পথচারীরা পিস্তলসহ ওই যুবককে আটকের চেষ্টা করে। পরে একপর্যায়ে পিস্তলসহ তাঁকে আটক করে পান্থপথ ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয় এবং কলাবাগান থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, আটক যুবকের দাবি, ‘পিস্তলটি’ খেলনা ছিল এবং টাকার প্রয়োজনে তিনি চুরি করেছেন।

কলাবাগান থানার ওসি আক্তারুজ্জামান বলেন, আটক যুবকের সঙ্গে পাওয়া পিস্তলটি খেলনা পিস্তল, কিন্তু দেখতে আসলের মতো মনে হয়। আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ