হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে বাস উল্টে খাদে পড়ে আহত ৫

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে যাত্রীবাহী একটি বাস উল্টে ৫ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে নান্দাইল-হোসেনপুর সড়কের মাধখোলা এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন-নান্দাইল উপজেলার আজিজুল (৩০), রিয়াদ মিয়া (২০), নাজমুল হক (২০), জিল্লু মিয়া (৪৫) এবং হোসেনপুর উপজেলার উত্তর পানান গ্রামের আবদুল করিম (৩৫)। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে উপজেলার বাকচান্দা বাজার থেকে ঢাকার উদ্দ্যেশে ছেড়ে আসা জলসিঁড়ি এক্সপ্রেস (প্রাঃ) লিমিটেড এর একটি বাস মাধখলা এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় বাসে ৪৫ জন ছিলেন। আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। 

আহতদের বেশির ভাগই শ্রমিক। তারা উপজেলার কুড়িঘাট মোড়ে কাজের সন্ধানে আসছিলেন। 

হোসেনপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আহতদের মধ্য থেকে ৫ জনকে উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়ে এসেছি। এখন পর্যন্ত কোনো নিহতের ঘটনা ঘটেনি।’ 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার ও হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন।

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে