রাজধানীর হাতিরঝিলে মাইক্রোবাসের ধাক্কায় মনির হোসেন (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মনির হোসেনের বাড়ি চাদপুর জেলার শাহারাস্তি উপজেলার লাকামতা গ্রামে। বর্তমানে তিনি দক্ষিণ বাড্ডা এলাকায় বাস করেন এবং পেশায় গাড়ি চালক।
মৃত ব্যক্তির শ্যালক রিপন পাটোয়ারি জানায়, দুপুরে হাতিরঝিল মাই টিভি অফিসের গলিতে রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস মনিরকে ধাক্কা দেয়। এতে রাস্তায় তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাঁকে ওই মাইক্রোবাসে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন। এরপরই মাইক্রোবাস চালক ঢামেক হাসপাতাল থেকে পালিয়ে যায়।
মনির হোসেনের ছেলে মাজহারুল ইসলাম সিয়াম জানান, বর্তমানে তাঁর বাবা ঝুমকা কোম্পানির গাড়ি চালক ছিলেন। দুপুরে বাসা থেকে বের হয়ে বাইসাইকেল চালিয়ে রমনায় মালিকের বাসায় যাচ্ছিল। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।