হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

ঢামেক প্রতিনিধি

মোহাম্মদপুর তিন রাস্তায় ভাঙা মসজিদের পাশে ট্রাকচাপায় জায়েদা আক্তার (৭) নামের এক শিশু মারা গেছে। আজ বুধবার বিকেল পাঁচটার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সোয়া ছয়টার দিকে মৃত ঘোষণা করেন। 

মৃত জায়েদার বাবা জাকির হোসেন বলেন, তাঁদের বাসা মোহাম্মদপুর ভাঙা মসজিদ এলাকায়। ওই এলাকার হাফেজি মাদ্রাসায় পড়ত জায়েদা। ঘটনার সময় বাসার সামনের রাস্তায় বের হয়েছিল। এ সময় একটি ট্রাকচাপায় গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে আসলে মারা যায় জায়েদা। পরে এলাকাবাসী ট্রাকটি আটক করেন। 

জাকির হোসেন আরও জানান, তাঁদের বাড়ি দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলার সাগরপুর গ্রামে। বর্তমান বাসায় স্ত্রী ওহিদা বেগম ও দুই মেয়েকে নিয়ে ভাড়া থাকেন। তিনি মোহাম্মদপুর কৃষি মার্কেটে পিকআপভ্যান চালান। দুই মেয়ের মধ্যে জায়েদা ছিল বড়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মোহাম্মদপুর এলাকায় ট্রাক ধাক্কায় আহত হয় ওই শিশু। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ