হোম > সারা দেশ > রাজবাড়ী

দৌলতদিয়া ঘাটে যানবাহন ও যাত্রীর চাপ থাকলেও নেই ভোগান্তি

প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে সকাল থেকে যাত্রীবাহি বাস, পণ‍্যবাহি ট্রাক, ব‍্যাক্তিগত যানবাহন ও যাত্রীর কিছুটা চাপ রয়েছে। তবে চাপ থাকলেও ভোগান্তি ছাড়াই ফেরি পার হচ্ছে যাত্রী ও যানবাহন। 

আজ রোববার সকাল ৯টা পযর্ন্ত দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দেড় কিলোমিটার এবং ঘাট থেকে ১৩ কিলোমিটার দূরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দুই কিলোমিটার এলাকায় পণ‍্যবাহি ট্রাকের সারি ছিল। এরমধ্যে ব্যাক্তিগত গাড়ির সংখ্যাই বেশি। অনেকেই ঝুঁকি নিয়ে ট্রাক, কাভার্ডভ‍্যানে ঘাটে আসছে। ফেরিগুলোতে উপচে পড়া ভিড় না থাকলেও অতিরিক্ত যাত্রী নিয়ে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। ফেরিগুলোতে যাত্রীরা স্বাস্থ‍্যবিধি না মেনেই পারাপার হচ্ছে। অনেকের মুখে ছিলোনা মাস্ক। 

তবে সকাল ৯টার পরে ব‍্যক্তিগত ও বাসের সিরিয়াল কমতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি ছাড়াই ফেরি পার হচ্ছে যাত্রী ও যানবাহন গুলো। 

ঢাকামুখী সাগর মোল্লা জানায়, আজ স্বস্তিতেই ফেরি পার হতে পারবো। কারণ যাত্রী ও যানবাহনের চাপ তুলনামূলক কম। ভোর চারটায় চুয়াডাঙ্গা থেকে ট্রাকে উঠেছি। ঘাটে এসেছি সাতটার দিকে। জ‍্যামে আটকে আছি। ফেরিতে উঠতে ঘণ্টাখানেক সময় লাগবে মনে হয়। বাসে গেলে অফিস ধরতে পারব না, তাই ট্রাকে ঝুঁকি নিয়েই যেতে হচ্ছে। চাকরি তো বাঁচাতে হবে। 

স্থানীয় আজাদ হোসেন জানায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়বে। কেননা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে অর্থাৎ সাতক্ষীরা, খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরাসহ বিভিন্ন জেলার বাস ঘাট এলাকায় পৌঁছাবে বেলা সকাল এগারোটার দিকে। সে সময় যানবাহনের সাড়ি বৃদ্ধি পাবে। 

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব‍্যবস্থাপক মজিবুর রহমান জানায়, গণপরিবহন চালুর পর থেকেই ঘাট এলাকায় চাপ রয়েছে। তবে যানবাহন গুলিকে বেশি সময় অপেক্ষায় থাকতে হচ্ছে না। এই রুটে ছোট বড় মিলে ১৫টি ফেরি চলাচল করছে। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট