হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ জনের মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকায় আব্দুল আজিজ মিয়ার বাড়ির রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তাঁদের মৃত্যু হয়। তাঁরা হলেন ওই বাড়ির দারোয়ান রাজু (৪০) ও শ্রমিক হানিফ (২৭)। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জুলফিকার আলী বলেন, ‘শনিবার বিকেলে ওই বাড়ির রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে আসেন শ্রমিক হানিফ। রিজার্ভ ট্যাংকটি অনেক দিন ধরে পরিত্যক্ত ছিল। ট্যাংকের ঢাকনা খুলতেই ভেতরে জমে থাকা গ্যাসের গন্ধে অজ্ঞান হয়ে ট্যাংকের ভেতর পড়ে যান শ্রমিক হানিফ।

পরে তাঁকে উদ্ধার করতে যান ওই বাড়ির দারোয়ান সাজু। তিনিও গ্যাসের বিষক্রিয়ায় অজ্ঞান হয়ে ট্যাংকের ভেতর পড়ে যান। পরে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘মরদেহ দুটির সুরতহাল করা হয়েছে। পরিবারের লোকজন আসলে মরদেহের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন