হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ জনের মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকায় আব্দুল আজিজ মিয়ার বাড়ির রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তাঁদের মৃত্যু হয়। তাঁরা হলেন ওই বাড়ির দারোয়ান রাজু (৪০) ও শ্রমিক হানিফ (২৭)। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জুলফিকার আলী বলেন, ‘শনিবার বিকেলে ওই বাড়ির রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে আসেন শ্রমিক হানিফ। রিজার্ভ ট্যাংকটি অনেক দিন ধরে পরিত্যক্ত ছিল। ট্যাংকের ঢাকনা খুলতেই ভেতরে জমে থাকা গ্যাসের গন্ধে অজ্ঞান হয়ে ট্যাংকের ভেতর পড়ে যান শ্রমিক হানিফ।

পরে তাঁকে উদ্ধার করতে যান ওই বাড়ির দারোয়ান সাজু। তিনিও গ্যাসের বিষক্রিয়ায় অজ্ঞান হয়ে ট্যাংকের ভেতর পড়ে যান। পরে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘মরদেহ দুটির সুরতহাল করা হয়েছে। পরিবারের লোকজন আসলে মরদেহের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক