হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

নিজস্ব প্রতিবেদক সাভার ও সাভার প্রতিনিধি

ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে। ছবি: সংগৃহীত

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এসবি ডিলাক্স পরিবহনের একটি বাস খাদে পড়ে মির্জা আবদুল মোহিত বেগ (৫৮) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন। আজ বৃহস্পতিবার ভোরে ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি কুষ্টিয়ার মিরপুরে।

মানিকগঞ্জের গোলোড়া হাইওয়ে থানার পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি ডিলাক্স পরিবহনের একটি বাস আজ ভোর সাড়ে ৪টার দিকে সুতিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে। তাতে ঘটনাস্থলেই মোহিত মারা যান। আহত হন অন্তত ছয়জন।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল সারোয়ার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিহতের লাশ গোলড়া হাইওয়ে থানায় আনা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মোহাম্মদ সোহেল সারোয়ার আরও বলেন, ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সুপারভাইজারসহ চালকের সহকারীকে আটক করা যায়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগে সিটি ইউনিভার্সিটির ৫ শিক্ষার্থী গ্রেপ্তার

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নারী পথচারীর মৃত্যু

নাঈমকে দুই দফা মারধরের পর রাস্তায় ফেলে যায় মোটরসাইকেল আরোহীরা—আসামির জবানবন্দি

বসুন্ধরায় আইনজীবী হত্যা: গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ