হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

নিজস্ব প্রতিবেদক সাভার ও সাভার প্রতিনিধি

ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে। ছবি: সংগৃহীত

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এসবি ডিলাক্স পরিবহনের একটি বাস খাদে পড়ে মির্জা আবদুল মোহিত বেগ (৫৮) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন। আজ বৃহস্পতিবার ভোরে ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি কুষ্টিয়ার মিরপুরে।

মানিকগঞ্জের গোলোড়া হাইওয়ে থানার পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি ডিলাক্স পরিবহনের একটি বাস আজ ভোর সাড়ে ৪টার দিকে সুতিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে। তাতে ঘটনাস্থলেই মোহিত মারা যান। আহত হন অন্তত ছয়জন।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল সারোয়ার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিহতের লাশ গোলড়া হাইওয়ে থানায় আনা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মোহাম্মদ সোহেল সারোয়ার আরও বলেন, ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সুপারভাইজারসহ চালকের সহকারীকে আটক করা যায়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে