রাজধানীর তুরাগের দিয়াবাড়ি এলাকায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে তিনজন মাদ্রাসা ছাত্র গুরুতর আহত হয়েছেন। আহতেরা হলেন, রবিন (৮), জিসান (১১) ও মামুনুর রশিদ (৮)।
দিয়াবাড়ি ২ নম্বর ব্রিজ থেকে ভেতরে ৫ নম্বর ব্রীজের কাছাকাছি এলাকায় আজ শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা আজকের পত্রিকাকে জানান, ফ্রেশ সিমেন্টের বেপরোয়াগামী ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ওই অটোরিকশায় থাকা তিনজন মাদ্রাসা ছাত্র গুরুতর আহত হয়। পরে আহতদেরকে উদ্ধার করে এক হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। আহতেরা সবাই তুরাগের উলুদাহা এলাকার একটি মাদ্রাসার ছাত্র।
এ বিষয়ে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে তিনজন মাদ্রাসা ছাত্র আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
কামরুজ্জামান বলেন, এ ঘটনায় ওই ট্রাকটি (ঢাকা মেট্রো ট ১৫-৩২৮৭) আটক করা হয়েছে। ড্রাইভার ও হেলপার পালিয়েছে।