কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন ও সম্পাদক লাকী আক্তারকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
গতকাল দুপুর সাড়ে ১২টায় টাঙ্গাইলের ভুয়াপুর সিরাজদিখান গ্রামের এক দরবার শরিফে আত্মগোপনে থাকা অবস্থায় এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে র্যাব-৪-এর স্টাফ অফিসার সাজেদুল ইসলাম সজল আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সাজেদুল ইসলাম সজল জানান, প্রতারণার মাধ্যমে গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে এই দম্পতির বিরুদ্ধে। অস্ত্র, মাদক, জাল টাকাসহ তাদের কাছ থেকে দুটি দামি গাড়ি জব্দ করা হয়।
এর আগে গত ২৬ অক্টোবর সকালে রাজধানীর পল্লবী থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া 'কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড'-এর ব্যবস্থাপনা পরিচালক শাকিল আহমেদসহ প্রতিষ্ঠানের ১০ জন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। ওই দিন রাতে জসিম উদ্দিনের শ্বশুরকে গ্রেপ্তার করে র্যাব।