হোম > সারা দেশ > ঢাকা

একসঙ্গে তিন মেয়ে সন্তানের জন্ম, হাসপাতালে আজীবন চিকিৎসা ফ্রি

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে তিন মেয়েসন্তান প্রসবের ঘটনা ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও তিন নবজাতক সুস্থ রয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার ভবেরচর হাসপাতাল রোডে প্রাইম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সফল অস্ত্রোপচারে একসঙ্গে তিন মেয়েসন্তান প্রসব করেন মা রাসিদা বেগম।

তিন মেয়ে সন্তানের বাবা মোহাম্মদ আলী হোসেন গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রাসিদা আলী হোসেন দম্পতির প্রথম সন্তান সিজারিয়ান অপারেশনের মাধ্যমে হয়। এ সময় রাসিদা বেগমের পেট একটু বেশি ফোলা দেখতে পেয়ে কর্তব্যরত চিকিৎসক আল্ট্রাসনোগ্রাম করিয়ে তিনটি বাচ্চা দেখতে পান। পরে রোগীকে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানের পরামর্শ দেন। রোগী এতে সম্মতি দিলে হাসপাতাল কর্তৃপক্ষ অস্ত্রোপচারের ব্যবস্থা করেন। সফলভাবে অপারেশনের পর রাশিদা বেগম তিন মেয়ে সন্তান জন্ম দিয়েছেন। মাসহ নবজাতকেরা সুস্থ রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন ডাঃ ফৌজিয়া জামান ও ডাঃ সম্পৃক্তা জামান নূর এবং অ্যানেসথেসিয়া ছিলেন ডাঃ আনিসুর রহমান।

এ প্রসঙ্গে হাসপাতালের নির্বাহী পরিচালক সিকদার মুহাম্মদ আক্তারুজ্জামান বলেন, এই রোগীর আজীবন ফ্রি ডাক্তার সেবা ঘোষণা করা হয়েছে। ওই নারীকে আজীবন এই হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হবে। 

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯