হোম > সারা দেশ > ঢাকা

ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ঢুলিভিটা এলাকার স্নোটেক্স পোশাক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহতের একজন হলেন—ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার জয়নাল আবেদীনের ছেলে সাব্বির হোসেন (২২)। তাৎক্ষণিকভাবে অপর জনের পরিচয় পাওয়া যায়নি। 

আহতেরা হলেন—ওমর ফারুক (২৮), রকি (২৬), এনামুল (২৭)। বাকি ১ জন দুর্ঘটনার পরপরই জ্ঞান হারিয়ে ফেলায় তার তথ্যও পাওয়া যায়নি। এই সংবাদ লেখা পর্যন্ত ওই ব্যক্তির জ্ঞান ফেরেনি। 

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা বলছে, বিকেলে ঢাকা থেকে প্লাস্টিকের পাইপ বোঝাই একটি ট্রাক আরিচার দিকে যাচ্ছিল। ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে পৌঁছালে ঢাকাগামী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপটি সড়কে উল্টে গিয়ে পিকআপের যাত্রীরা ছিটকে পরে যায় এবং সাব্বির হোসেন পিকআপের নিচে চাপা পরে ঘটনাস্থলেই মারা যান। অপর জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এতে আহত হন আরও চারজন। 

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সোহেল রানা বলেন, ‘খবর পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। একজন ঘটনাস্থলেই মারা যায় এবং গুরুতর আহত একজনসহ আহত পাঁচজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর রিফফাত আরা জানান, ‘হাসপাতালে মোট ৬ জনকে আনা হয়েছিল। হাসপাতালে আসার আগেই ২ জন মারা যান। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ৩ জনকে ভর্তি করা হয়েছে এবং একজনকে ছেড়ে দেওয়া হয়েছে।’ 

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, ‘দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সেই সঙ্গে সড়ক থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক-পিকআপটি সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’ 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির