হোম > সারা দেশ > ঢাকা

নটর ডেম কলেজের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর মতিঝিলে নটর ডেম কলেজের ভবন থেকে পড়ে ধ্রুবব্রত দাস (১৮) নামের এক শিক্ষার্থী মারা গেছেন। আজ সোমবার (১২ মে) বেলা সোয়া ৩টার দিকে নটর ডেম কলেজের ‘ফাদার টিম’ ভবন থেকে নিচে পড়ে যান ওই শিক্ষার্থী। দেখতে পেয়ে সহপাঠী ও স্বজনেরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বিকেল ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত ধ্রুবর সহপাঠী রাগীব মৃধা জানান, ধ্রুব এবং তাঁরা এইচএসসি পরীক্ষার্থী। এক মাস পরেই তাঁদের পরীক্ষা। আজ তাঁদের টেস্টের রেজাল্ট দেওয়ার কথা ছিল। রেজাল্ট আনতে কলেজে গিয়েছিলেন তাঁরা। হঠাৎ কলেজের ফাদার টিম ভবন থেকে নিচে পড়ে যান ধ্রুব। দেখতে পেয়ে তাঁকে হাসপাতালে নিলে মারা যান। ভবনটা ছয়তলার। তবে ধারণা করা হচ্ছে, তিনি তিনতলার ব্যালকনি দিয়ে পড়ে গেছেন। তবে কীভাবে পড়ে গেলেন, তা তাঁরা জানেন না।

হাসপাতালে ধ্রুবর বাবা বানি ব্রতদাস চঞ্চল জানান, তাঁদের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামে। বর্তমানে ওয়ারী গোপীবাগ এলাকায় থাকেন। তাঁর ছেলে ধ্রুব উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এক মাস পরে তাঁর ফাইনাল পরীক্ষা। আজ কলেজের টেস্ট পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা ছিল।

ব্রতদাস চঞ্চল আরও বলেন, ‘রেজাল্ট আনতে ছেলেকে নিয়ে কলেজে যাই। অভিভাবকদের ভেতরে ঢুকতে না দেওয়ায় গেটের বাইরে অপেক্ষা করছিলাম। হঠাৎ দেখতে পাই, ছেলেকে সহপাঠীরা রক্তাক্ত অবস্থায় রিকশায় তুলছে। পরে হাসপাতালে নিয়ে এলে মারা যায় ধ্রুব। সহপাঠীর কাছ থেকে জানতে পারি, ভবনের ওপর থেকে নিচে পড়ে গেছে ধ্রুব। দুই ভাইয়ের মধ্যে ধ্রুব ছিল বড়।’

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মতিঝিল এলাকা থেকে সহপাঠী ও স্বজনেরা ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহপাঠীরা জানান, নটর ডেম কলেজের ভবন থেকে নিচে পড়ে গিয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি মতিঝিল থানায় জানানো হয়েছে।

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯