হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর ভাটারায় রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে দগ্ধ ৪

ঢামেক প্রতিনিধি

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডারের লাইন মেরামতের সময় আগুন ধরে নারীসহ চার কর্মচারী দগ্ধ হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। 

আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নতুন বাজার ‘ক্যাফে ফোর স্টার’ নামে রেস্টুরেন্টে এই আগুনের ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন রেস্টুরেন্টের বাবুর্চি তরিকুল ইসলাম তারেক (৩৯), তাঁর সহকারী মো. হারিস (২৬), কর্মচারী খাদিজা বেগম (৪৫) ও রহিমা বেগম (৩৫)। 

দগ্ধদের সহকর্মী বাবলু হাওলাদার জানান, রাত থেকেই তারা রেস্টুরেন্টে বিরিয়ানি রান্না করছিলেন। হঠাৎ গ্যাস সিলিন্ডারে সমস্যা দেখা দেয়। সকাল সাড়ে ৮টার দিকে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের মিস্ত্রি এসে সিলিন্ডারের গ্যাসলাইন মেরামতের কাজ করছিলেন। তখনই গ্যাসের অতিরিক্ত চাপে চুলার অংশে গ্যাস বেরিয়ে আগুন ধরে যায়। তখন চুলার পাশে থাকা বাবুর্চি, তাঁর সহকারী ও দুই নারী কর্মচারী দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাঁদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। 

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসকেরা জানান, হারিসের শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া তরিকুলের বাঁ হাত, বাঁ পায়ের কিছু অংশ এবং আরও দুই নারীর হাত সামান্য দগ্ধ হয়েছে। তাঁদের অবজারভেশন রাখা হয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট