হোম > সারা দেশ > ঢাকা

ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি, সম্ভবত ভেতরে কেউ আটকা নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সিদ্দিকবাজারের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানোর পর সম্ভবত ভেতরে কেউ আটকা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।

আজ বুধবার দুপুরে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের সামনে এ কথা বলেন সুরক্ষাসচিব ৷

তিনি বলেন, ‘আমাদের বোম ডিসপোজাল ইউনিট, ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনীসহ অন্য যতগুলো ইউনিট আছে সবাই এখানে কাজ করেছে। পুরো বিষয়টা তদন্ত শেষেই জানা যাবে। কিন্তু আমাদের প্রাথমিক ধারণা, গ্যাস জমে যাওয়া থেকে এখানে বিস্ফোরণ হয়েছে।’

ভেতরে কেউ আটকা আছে কি না জানতে চাইলে আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বলেন, ‘আমরা যতটুকু জানি ভেতরে কেউ আটকা নেই ৷ ইতিমধ্যে ডগ স্কোয়াড দিয়ে এটা চেক করা হয়েছে। তার পরেও আমরা উদ্ধারকাজ সমাপ্ত করিনি, এখনো পর্যন্ত কাজ চলছে৷’

এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের নিহত হওয়ার সরকারি তথ্য তুলে ধরেন সুরক্ষাসচিব।

ভেতরে কেউ আটকা নেই বললেও বেশ কয়েকজনের সন্ধান চেয়ে ভবনের পাশে অপেক্ষা করছেন স্বজনেরা। নিখোঁজ অন্তত তিনজনের পরিবার ক্ষতিগ্রস্ত ভবনের পাশে অপেক্ষা করছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন