হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

সিরাজদীখানে সরকারি খালের মাটি কেটে বাড়িতে নেওয়ার অভিযোগ

প্রতিনিধি

সিরাজদীখান (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার জৈনসার ইউনিয়নের প্রবাহমান সরকারি খালের মাটি কেটে বাড়িতে নেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী বিএনপি নেতা শমসের আলম ভূইয়ার বিরুদ্ধে। এতে প্রবাহমান খালের দুই ধারে মাটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলি এলাকার প্রবাহমান সরকারি খালের মাটি কাটা হয়েছে। তার কিছু মাটি শমসের আলম ভূইয়ার বাড়িতে ও কিছু মাটি একটি ব্রীজের সংযোগ স্থানে দেওয়া হয়েছে।

এলাকাবাসী বলেন, শমসের আলম ভূইয়া সরকারি খালের মাটি তার নিজ বাড়িতে ৫জন দিনমজুর দিয়ে নিয়ে যাচ্ছিল। তাদের একাজে বাধা প্রদান করলে সে কয়েক ওড়া মাটি সরকারি রাস্তার ব্রিজের গোড়ায় ফেলে দেয়। সাংবাদিক ডাকার কথা বললে সে মাটি কাটা বন্ধ করে দেয় ও বাড়ি থেকে মটর ছেড়ে পাইপ দিয়ে পানি গর্তে দিয়ে গর্ত ভড়াট করে। এই সরকারি খালটি গভীর করে কাটলে একদিকে সরকারি রাস্তা ও অন্যদিকে ফসলি জমি ভেঙ্গে পরার সম্ভাবনা আছে।

শমসের আলম ভূইয়ার বলেন, আমি স্থানীয় ইউপি সদস্যকে জানিয়েই মাটি কাটছি। আমি ব্রিজের গোড়ায় ও রাস্তায় মাটি ফেলেছি এবং ফুল গাছ লাগানোর জন্য কয়েক ওড়া মাটি বাড়িতে এনেছি।

জৈনসার ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোয়াজ্জেম ঢালী বলেন, এলাকার লোক চলাচলের অসুবিধা হয় তাদের অনুরোধে খাল থেকে মাটি নিয়ে ব্রিজের গোড়ায় ফেলেছে। তার বাড়িতে নেওয়ার ব্যাপারে আমি কিছু যানি না।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু