হোম > সারা দেশ > ঢাকা

অধিকার আদায়ে যুবকদের সক্রিয় হয়ে উঠতে বললেন সুজন সম্পাদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাষ্ট্রের কাছ থেকে নাগরিকদের প্রাপ্য অধিকার আদায় করতে হলে তরুণদের দায়িত্ব নিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘নাগরিক অধিকার আদায়ে যুবকদের সক্রিয় হয়ে উঠতে হবে, রাষ্ট্রের কাঠামো বদলাতে হবে।’ 

আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এসডিজি অর্জনে যুবসমাজের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভায় এ সব কথা বলেন তিনি। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সভাটি আয়োজন করে। 

সুজন সম্পাদক বলেন, ‘আমাদের এক সময় ব্রিটিশরা শাসন করেছে, তারপর আমরা দুবার স্বাধীন হয়েও দেশের নাগরিক হতে পারিনি। যারা দেশ শাসন করছে, আমরা যা কিছু পাই তাঁদের বদান্যতায়, আমাদের অধিকারে নয়। এ জন্য আমাদের নাগরিক হয়ে উঠতে হবে। নাগরিক অধিকার আদায়ে যুবকদের সক্রিয় হয়ে উঠতে হবে, রাষ্ট্রের কাঠামো বদলাতে হবে।’ 

দেশের শিক্ষা, স্বাস্থ্য বা আইন শৃঙ্খলায় যত সমস্যা আছে সব স্থানীয় পর্যায়ে জানিয়ে সুজন সম্পাদক বলেন, ‘এগুলোর সমাধানও স্থানীয়ভাবে করতে হবে। যে সমাজে তরুণ বেশি থাকে সে সমাজে সম্ভাবনা ও উন্নতি বেশি। তার জন্য মানসম্মত শিক্ষার মাধ্যমে তরুণদের গড়ে তুলতে হবে। তরুণেরা মাদক ও অপরাধে যুক্ত হলে তারুণ্য সম্ভাবনার বদলে দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে।’ 

সভায় সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘দেশের ক্রান্তিলগ্নে যুবকেরাই প্রথম মিছিল নিয়ে বের হয়েছিল। স্বাধীনতা উত্তরকালে দেশ মেরামতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্র যুবকেরাই।’ 

যুবকদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে দেবপ্রিয় বলেন, ‘বিচ্ছিন্নভাবে আন্দোলন করে এর ফল পাওয়ার সম্ভাবনা কম। রাষ্ট্র যদি সংস্কার না করেন তাহলে বর্জ্য জমতেই থাকবে, আর আপনারা সরাতেই থাকবেন। রাষ্ট্রকে মেরামত না করলে এমন হবে।’ 

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক আলমগীর হোসেন, ব্রিটিশ কাউন্সিলের প্রকল্প পরিচালক আবদুর রহমান খান প্রমুখ।

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি