হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে দুই সড়কে ২০ কিলোমিটার যানজট

প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে সড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে থেকে বিকেল পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার যাত্রামুড়া এলাকা থেকে ভুলতা পর্যন্ত এবং হাইওয়ে সড়কের নলপাথর থেকে পলখান পর্যন্ত এ যানজট দেখা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আজ সারা দেশে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। ফলে রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে সড়ক দিয়ে হাজার হাজার গাড়ি চলাচল করছে। গণপরিবহনগুলোর নিয়ম ভেঙে বেপরোয়া চলাচল, যত্রতত্র যাত্রী উঠানামা, গোলাকান্দাইল হাট, কাঞ্চন সেতুতে টোল আদায়ে ধীর গতি, এশিয়ান হাইওয়ের এক্সপ্রেসওয়ের কাজ চলমান থাকায় এ যানজট সৃষ্টি হয়েছে। এ ছাড়া সড়কে অবৈধ ও স্থানীয় সড়কের লেগুনা-সিএনজি-অটোরিকশা মহাসড়কে চলাচল ও স্ট্যান্ড দখলে রাখা, যাত্রীবাহী গাড়ি বাসস্ট্যান্ডে দীর্ঘসময় থামিয়ে যাত্রী উঠানামার কারণেও এ যানজট তৈরি হচ্ছে। এ দুই সড়কে অল্প সময়ের জন্য যানবাহন আটকে থাকলে মুহূর্তেই দীর্ঘ যানজট হয়। এতে ১ ঘণ্টার পথ যেতে সময় লাগে ৪ ঘণ্টা। এতে বিপাকে পড়েছে কোরবানির পশুবাহী ও পণ্যবাহী গাড়ি। অপরদিকে, যানজটে আটকে পড়ে ভোগান্তিতে রয়েছেন ঘরমুখো হাজার হাজার মানুষ।

কাঁচপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক রাশেদুল ইসলাম জানান, আজ সকাল থেকেই দুই সড়কে গাড়ির অধিক চাপে যানজট তৈরি হয়। যানজট নিরসনে হিমশিম খাচ্ছেন তাঁরা। তবে যানজট নিরসনে অক্লান্ত পরিশ্রম করছে হাইওয়ে ও ট্রাফিক পুলিশ। চালকদের নিয়মভঙ্গ করে গাড়ি চালানো ও গাড়ির বাড়তি চাপ এ যানজটের কারণ বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে কাঞ্চন ট্রাফিক পুলিশ বক্সের ইনচার্জ (টি-আই) জহিরুল ইসলাম বলেন, ট্রাফিক পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। রাস্তার কাজ চলমান ও বাড়তি গাড়ির চাপে এ যানজট সৃষ্টি হয়েছে।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান