হোম > সারা দেশ > ঢাকা

১৬ বছরের মেয়েকে বিয়ে দিতে হাইকোর্টে অসুস্থ বাবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হৃদরোগে আক্রান্ত বাবা। মারা যাওয়ার দুশ্চিন্তা সব সময় তাড়া করে। তাই মারা যাওয়ার আগে মেয়েকে বিয়ে দিতে চান। পাত্র হিসেবে বন্ধুর ছেলের সঙ্গে বিয়ের কথা পাকা। তবে বাধা হয়ে দাঁড়িয়েছে আইন। তাই মেয়ের বিয়ে দিতে অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বাবা। শুনানির পর আজ বুধবার রুল জারি করেছেন বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ।

বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ১৯ ধারা এবং বাল্যবিবাহ নিরোধ নীতিমালা ২০১৮ এর ১৭ বিধি অনুযায়ী অপ্রাপ্তবয়স্কদের সর্বোত্তম স্বার্থে বিয়ের জন্য উপযুক্ত কোর্ট নির্ধারণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। আইন, স্বরাষ্ট্র, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের আগামী তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

জানা যায়, নারায়ণগঞ্জে পাত্র ঠিক করে মেয়েকে বিয়ে দিতে চান রাজধানীর সবুজবাগের অসুস্থ বাবা। মেয়ের ১৮ বছর না হওয়ায় ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের দ্বারস্থ হন মেয়ের বাবা এবং ছেলের বাবা। তবে সেখানে অনুমতি না পেয়ে হাইকোর্টে রিট করেন মেয়ে-ছেলের বাবা এবং ছেলেসহ ৪ জন। রিটের পক্ষে শুনানি করেন ইলিয়াস আলী মণ্ডল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। 

বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ১৯ ধারায় বলা হয়েছে, এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, বিধি দ্বারা নির্ধারিত কোনো বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্ত বয়স্কের সর্বোত্তম স্বার্থে, আদালতের নির্দেশ এবং বাবা-মা বা প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবকের সম্মতিক্রমে, বিধি দ্বারা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণক্রমে, বিবাহ সম্পাদিত হইলে উহা এই আইনের অধীন অপরাধ বলিয়া গণ্য হইবে না। পরের বছর এ বিষয়ে বিধিমালা করা হয়। কিন্তু কোন আদালত থেকে অনুমতি নিতে হবে তার নির্দিষ্ট করা নেই।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব