হোম > সারা দেশ > ঢাকা

১৬ বছরের মেয়েকে বিয়ে দিতে হাইকোর্টে অসুস্থ বাবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হৃদরোগে আক্রান্ত বাবা। মারা যাওয়ার দুশ্চিন্তা সব সময় তাড়া করে। তাই মারা যাওয়ার আগে মেয়েকে বিয়ে দিতে চান। পাত্র হিসেবে বন্ধুর ছেলের সঙ্গে বিয়ের কথা পাকা। তবে বাধা হয়ে দাঁড়িয়েছে আইন। তাই মেয়ের বিয়ে দিতে অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বাবা। শুনানির পর আজ বুধবার রুল জারি করেছেন বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ।

বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ১৯ ধারা এবং বাল্যবিবাহ নিরোধ নীতিমালা ২০১৮ এর ১৭ বিধি অনুযায়ী অপ্রাপ্তবয়স্কদের সর্বোত্তম স্বার্থে বিয়ের জন্য উপযুক্ত কোর্ট নির্ধারণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। আইন, স্বরাষ্ট্র, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের আগামী তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

জানা যায়, নারায়ণগঞ্জে পাত্র ঠিক করে মেয়েকে বিয়ে দিতে চান রাজধানীর সবুজবাগের অসুস্থ বাবা। মেয়ের ১৮ বছর না হওয়ায় ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের দ্বারস্থ হন মেয়ের বাবা এবং ছেলের বাবা। তবে সেখানে অনুমতি না পেয়ে হাইকোর্টে রিট করেন মেয়ে-ছেলের বাবা এবং ছেলেসহ ৪ জন। রিটের পক্ষে শুনানি করেন ইলিয়াস আলী মণ্ডল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। 

বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ১৯ ধারায় বলা হয়েছে, এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, বিধি দ্বারা নির্ধারিত কোনো বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্ত বয়স্কের সর্বোত্তম স্বার্থে, আদালতের নির্দেশ এবং বাবা-মা বা প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবকের সম্মতিক্রমে, বিধি দ্বারা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণক্রমে, বিবাহ সম্পাদিত হইলে উহা এই আইনের অধীন অপরাধ বলিয়া গণ্য হইবে না। পরের বছর এ বিষয়ে বিধিমালা করা হয়। কিন্তু কোন আদালত থেকে অনুমতি নিতে হবে তার নির্দিষ্ট করা নেই।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট