গাজীপুরের শ্রীপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাতির কোলে চড়ে কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন এক বৃদ্ধ। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে গাজীপুর-৩ আসনের মাওনা ইউনিয়নের সিংগারদীঘি উচ্চবিদ্যালয় কেন্দ্রে নাতির কোলে চড়ে যান ৯০ বছর বয়সী আব্দুল জব্বার।
নাতি মো. মহসিন কবির বলেন, ‘দাদা গতকাল থেকেই ভোট দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। আমাকে গতকাল রাতেই বলছেন তাঁকে ভোটকেন্দ্রে নিয়ে যেতে হবে। দাদার ইচ্ছে শেষবারের মতো পছন্দের প্রার্থীকে ভোট দিবে, তাই নিয়ে আসছি। কেন্দ্রে এসে অবশ্য নিজের পায়ে দাঁড়িয়েই ভোট দিতে পারছেন।’
নির্বাচনী এলাকার নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিপুলসংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্য। এ ছাড়া র্যাবের স্ট্রাইকিং ফোর্স নিরাপত্তার কাজ করছে।