হোম > সারা দেশ > গাজীপুর

নাতির কোলে চড়ে ভোটকেন্দ্রে গেলেন বৃদ্ধ

গাজীপুরের শ্রীপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাতির কোলে চড়ে কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন এক বৃদ্ধ। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে গাজীপুর-৩ আসনের মাওনা ইউনিয়নের সিংগারদীঘি উচ্চবিদ্যালয় কেন্দ্রে নাতির কোলে চড়ে যান ৯০ বছর বয়সী আব্দুল জব্বার। 

নাতি মো. মহসিন কবির বলেন, ‘দাদা গতকাল থেকেই ভোট দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। আমাকে গতকাল রাতেই বলছেন তাঁকে ভোটকেন্দ্রে নিয়ে যেতে হবে। দাদার ইচ্ছে শেষবারের মতো পছন্দের প্রার্থীকে ভোট দিবে, তাই নিয়ে আসছি। কেন্দ্রে এসে অবশ্য নিজের পায়ে দাঁড়িয়েই ভোট দিতে পারছেন।’ 

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শামীমা ইয়াসমিন আজকের পত্রিকাকে জানান, গাজীপুর-৩ আসনটি শ্রীপুর উপজেলা (পৌরসভাসহ) ও গাজীপুর সদর উপজেলার ভাওয়াল গড়, পিরুজালি ও মির্জাপুর ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৪ হাজার ৪২৭। এর মধ্যে শ্রীপুর উপজেলার মোট ভোটার ৩ লাখ ৯২ হাজার ২৫১ জন এবং সদরের ৩টি ইউনিয়নে ভোটার ১ লাখ ২ হাজার ১৭৬ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৮০টি ও বুথসংখ্যা ১ হাজার ৬৮। 

নির্বাচনী এলাকার নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিপুলসংখ্যক পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার সদস্য। এ ছাড়া র‍্যাবের স্ট্রাইকিং ফোর্স নিরাপত্তার কাজ করছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন