হোম > সারা দেশ > ঢাকা

পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: ড. ইউনূসের আইনজীবী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ইউনেসকোর ‘দ্য ট্রি অব পিস’ পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেছেন, ড. ইউনূস একটি অনুষ্ঠানে গিয়েছেন। সেই অনুষ্ঠান থেকে তিনি কোনো প্রেস রিলিজ পাঠিয়েছেন? প্রেস রিলিজ হয়তো এখান থেকে কোনো কর্মচারী পাঠিয়েছেন। আমরা এখনো জানি না। তিনি (ড. ইউনূস) আসলে হয়তো বলতে পারবেন।’

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এসব কথা বলেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘ড. ইউনূস বাকু সম্মেলনে গিয়েছেন। সেখানে পৃথিবীর ৯ জন সাবেক প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি তাঁকে দাওয়াত দিয়ে নিয়েছেন। সেখানে যে সম্মেলন হয়েছে, এটা সত্য। তাঁকে যে পুরস্কার দেওয়া হয়েছে, এটা সত্য।’

ব্যারিস্টার মামুন বলেন, ‘পুরস্কারের বিষয়ে কোনো ভুলভ্রান্তি হতে পারে। কিন্তু এটাকে বলা হচ্ছে প্রতারণা। আমরা দেখতে পাই, কতিপয় মিডিয়া ড. ইউনূসের কোনো পজিটিভ দিক আলোচনা না করে কোথায় গন্ধ পাওয়া যায় সেটাকে চুলচেরা বিশ্লেষণ করে এটা করা হচ্ছে। যার অবস্থান মহাসমুদ্র। যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, উনি ইউনেসকোর এই একটি পুরস্কারের জন্য জালিয়াতি করার প্রশ্ন আসে?

‘যেখানে সমুদ্র, সেখানে পুকুর চুরি করতে আসে? মন্ত্রী যেভাবে বলেছেন এটা দুঃখজনক। এত বড় (ড. ইউনূস) একজন ব্যক্তিত্বের সঙ্গে এই ধরনের কথা মানায় না।’

এর আগে গতকাল বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসকে ইউনেসকো একটি পুরস্কার দিয়েছে বলে প্রচারিত সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি নিয়ে ইউনেসকোর সদর দপ্তরে যোগাযোগ করেছি। সেখান থেকে তারা আমাদের নিশ্চিত করেছেন যে ইউনেসকো ড. ইউনূসকে এ ধরনের কোনো পুরস্কার দেয়নি।’

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা