হোম > সারা দেশ > মানিকগঞ্জ

টাকা দিয়ে এসএসসি পরীক্ষায় বসছে টেস্টে ফেল ২২৩ শিক্ষার্থী

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরের একটি বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষায় মাত্র ২০ জন উত্তীর্ণ হলেও এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ২৪৩ জন। অভিযোগ উঠেছে ১ হাজার টাকা করে নিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সুযোগ দেওয়া হচ্ছে অকৃতকার্য ২২৩ শিক্ষার্থীকে। পাশাপাশি অতিরিক্ত ক্লাস করানোর কথা বলে শিক্ষকদের বেতন বাবদ প্রতি শিক্ষার্থীর কাছ থেকে নেওয়া হয়েছে ২ হাজার টাকা। তাদের মধ্যে কেউ কেউ সাত বিষয়ে অকৃতকার্য।

এ ঘটনা ঘটেছে উপজেলার সাহরাইল উচ্চ বিদ্যালয়ে। অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম নজরুল ইসলাম। উপজেলা প্রশাসন বলছে, এভাবে টাকা নেওয়ার সুযোগ নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য মো. ইসরাফিল বলেন, ‘অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। তবে আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না। আপনি প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন।’

অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি স্বীকার করে সাহরাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম নজরুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার মান ধরে রাখার জন্য কোচিং ফি বাবদ পরীক্ষার্থী বাবদ ২ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। এ ছাড়া জামানত হিসেবে বিভিন্ন বিষয়ে অকৃতকার্যদের কাছ থেকে বিভিন্ন হারে টাকা নেওয়া হয়েছে।’

এ বিষয়ে জানতে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগমের ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমেনা পারভীন বলেন, ‘কোচিং ফি বাবদ ও অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত কোনো টাকা নেওয়ার সুযোগ নেই। টাকা নেওয়ার বিষয়টিও আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান