কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের প্রতীকী অনশন কর্মসূচিতে পুলিশ বাধা দিয়ে তা পণ্ড করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতীকী অনশন শুরু করেন ছাত্রদলের নেতারা। বেলা ৩টা পর্যন্ত তাঁদের এই কর্মসূচি চলার কথা ছিল।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনের পদত্যাগের দাবিতে তাঁরা এই প্রতীকী অনশন শুরু করেন।
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করে বলেন, দুপুর পৌনে ১২টার দিকে পুলিশ ‘ফোর্স’ নিয়ে আমাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশাল ফোর্স নিয়ে বাধা দিয়েছে, ছত্রভঙ্গ করে দিয়েছে। কাউকে আটক করেনি, কিন্তু কয়েকজনকে লাঠিচার্জ করেছে। আমরা বেলা ৩টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে সেখানে প্রতীকী অনশন করতে চেয়েছিলাম। শান্তিপূর্ণ এমন কর্মসূচিতে পুলিশের বাধার তীব্র নিন্দা জানাই আমরা।’
এ বিষয়ে শাহবাগ থানার ওসি মওদূত হাওলাদার বলেন, ‘আমরা কোনো বাধা দিইনি। নিরাপত্তার জন্য অতিরিক্ত ফোর্স আনা হয়েছিল। তাদের আমরা অনুরোধ করেছি বিষয়টা দ্রুত শেষ করার জন্য। কোনো বল প্রয়োগ করা হয়নি। পরে তারা দ্রুত সময়ে কর্মসূচি শেষ করে দিয়েছে।’