হোম > সারা দেশ > ঢাকা

ড. ইউনূস আদালতকে না জানিয়ে বিদেশ যেতে পারবেন না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ড. ইউনূসসহ চারজন বিদেশ যেতে চাইলে শ্রম আপিল ট্রাইব্যুনালকে অবহিত করতে হবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ এই আদেশ দেন। 

একই সঙ্গে শ্রম আদালতের রায়ের কার্যক্রম স্থগিত করে শ্রম আপিল ট্রাইব্যুনালের দেওয়া আদেশ কেন বাতিল হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আর রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজা স্থগিতের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। ড. ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন। খুরশীদ আলম খান বলেন, হাইকোর্টের আদেশের ফলে তাঁদের সাজা আর স্থগিত নেই। তাঁরা দণ্ডিত আসামি। 

এর আগে শুনানিতে খুরশীদ আলম খান বলেন, ‘রায়ে দুটি দিক থাকে। একটি সাজা ও অন্যটি দণ্ড। আপিল ট্রাইব্যুনাল দুটিই স্থগিত করে দিয়েছেন। অথচ সাজা স্থগিত হয় না। ওই আদেশ উচ্চ আদালতের সিদ্ধান্ত ও ফৌজদারি কার্যবিধির সঙ্গে সাংঘর্ষিক। আমরা আপিল গ্রহণ বা জামিনে সংক্ষুব্ধ নই। এ সময় তিনি ড. ইউনূসহ চারজনের আপিল দ্রুত নিষ্পত্তি এবং আদালতের অনুমতি ছাড়া তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়ে নির্দেশনা চান।’

শুনানিতে আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেন, শ্রম আপিল ট্রাইব্যুনালের আদেশে ভুল থাকলে সেখানে আবেদন করার সুযোগ রয়েছে। আপিল ট্রাইব্যুনালের ক্ষমতা আছে। তাঁরা সেখানে যাননি। সেখানে বিবেচনা না করলে উচ্চ আদালতে আসা যেত। এ অবস্থায় করা আবেদনটি ‘আনবর্ন বেবি’। এ আবেদনের মাধ্যমে আপিল আদালতের ক্ষমতা খর্ব করতে চাচ্ছে। 

আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আপিল ট্রাইব্যুনাল জামিন দিয়েছেন, আর শর্ত চাওয়া হচ্ছে হাইকোর্টে। এতে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করা হবে। তাঁর আমন্ত্রণ থাকে, তিনি (ড.ইউনূস) বিভিন্ন দেশে যান। যতবার বিদেশে গেছেন আদালতের অনুমতি লাগেনি। এটা ম্যালাফায়েড প্রমাণ করে। এই আবেদনের কোনো ভিত্তি নেই। তাঁকে শুধু হয়রানির জন্য এই আবেদন। এটি খারিজযোগ্য।’

চলতি বছরের ১ জানুয়ারি ঢাকার শ্রম আদালত–৩–এর বিচারক শ্রম আইন লঙ্ঘনের দায়ে নোবেলজয়ী ড. ইউনূসসহ চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা করেন। অন্য তিনজন হলেন–গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।

এরপর আপিলের শর্তে তাৎক্ষণিক তাঁদের এক মাসের জামিনও দেন আদালত। সে অনুযায়ী আপিল করলে ২৮ জানুয়ারি শ্রম আপিল ট্রাইব্যুনাল ইউনূসসহ চারজনকে ৩ মার্চ পর্যন্ত জামিন দেন। এ ছাড়া ৩ মার্চ পর্যন্ত রায়ের কার্যক্রম স্থগিত করা হয়।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন