হোম > সারা দেশ > টাঙ্গাইল

বঙ্গবন্ধু সেতুতে বাড়ছে টোল 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বঙ্গবন্ধু সেতুর টোল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার টোল বাড়ানো হয়েছে মর্মে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব (উন্নয়ন) মোহাম্মদ আনোয়ারুল নাসের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

জানা যায়, ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর ২০১১ সালে টোল বাড়ানো হয়েছিল। এ সময় সংশোধিত বঙ্গবন্ধু সেতুর টোল রেট অনুসারে মোটরসাইকেলে ৪০ টাকা, হালকা যানবাহন (কার, জিপ) ৫০০ টাকা, ছোট বাস ৬৫০ টাকা, বড় বাস ৯০০ টাকা, ছোট ট্রাক ৮৫০ টাকা, মাঝারি ট্রাক ১ হাজার ১০০ টাকা, বড় ট্রাক ১ হাজার ২৫০-১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়। 

এবার ২য় দফায় বঙ্গবন্ধু সেতুতে টোল বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, সেতু বিভাগের আওতাধীন বঙ্গবন্ধু সেতুর জন্য অনুমোদিত যানবাহনের শ্রেণিবিন্যাস এবং টোল হার ধরা হয়েছে মোটরসাইকেলে ৫০ টাকা, হালকা যানবাহনের মধ্যে কার/জিপ ৫৫০ টাকা, মাইক্রো/পিকআপ ৬০০ টাকা, ছোট বাস (৩১ আসন বা এর কম) ৭৫০ টাকা, বড় বাস (৩২ আসন বা এর বেশি) ১ হাজার টাকা, ছোট ট্রাক (৫ টন) ১ হাজার টাকা, মাঝারি ট্রাক (৫ টন থেকে ৮ টন) ১ হাজার ২৫০ টাকা, মাঝারি ট্রাক (৮ টন থেকে ১১ টন) ১ হাজার ৬০০ টাকা, ট্রাক (৩ এক্সেল) ২ হাজার টাকা, ট্রেইলার (৪ এক্সেল) ৩ হাজার টাকা, ট্রেইলার (৪ এক্সেলের অধিক) ৪ হাজার টাকা এবং সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচলের জন্য প্রতিবছর ১ কোটি টাকা টোল আদায় করা হবে।

তবে প্রজ্ঞাপন জারি হলেও আজ বুধবার বঙ্গবন্ধু সেতুতে পারাপার হওয়া যানবাহন থেকে আগে নির্ধারিত রেটে টোল আদায় করছে কর্তৃপক্ষ। অপরদিকে, বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ প্রজ্ঞাপন জারির দিন থেকেই চালকদের জানাতে তাঁদের হাতে টোল বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন দেন। 

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সেতুতে টোল বাড়ানো সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পরই গতকাল রাত থেকে সেতু পারাপার করা যানবাহনের চালকদের হাতে একটি করে লিফলেট দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করা হয়নি।

এ বিষয়ে কর্মকর্তারা বলেন, টোল আদায় সিস্টেম পরিবর্তন করে নতুন টোল রেট সংযুক্ত করার পর টোল আদায় শুরু হবে। 

বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, টোল বাড়ানোর প্রজ্ঞাপন জারি হয়েছে। শিগগিরই নতুন রেটে সেতুতে টোল আদায় শুরু হবে। টোল বাড়ানোর প্রজ্ঞাপন চালকদের হাতে দেওয়া হচ্ছে। এ ছাড়া ব্যাপক প্রচারের জন্য সেতু কর্তৃপক্ষ আলাদাভাবে এ সংক্রান্ত লিফলেট ছাপানোর উদ্যোগ নিয়েছে। সেতুতে টোল বাড়ানো নিয়ে চালকদের মধ্যে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি