হোম > সারা দেশ > ঢাকা

জবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে গুলি, বিদ্ধ ৪ শিক্ষার্থী

জবি সংবাদদাতা 

কোটা সংস্কার আন্দোলন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলে গুলি করা হয়েছে। এতে চারজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। কারা গুলি ছুড়েছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

তবে প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের দাবি, কোর্ট এলাকা পার হলে কয়েকটি গলির ভেতর থেকে গুলি ছোড়া হয়। স্থানীয় আওয়ামী লীগের নেতারা এই গুলি করেছেন।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় ক্যাম্পাস থেকে বের হয়ে জজ কোর্ট পার হয়ে রায়সাহেব বাজারের দিকে এগিয়ে গেলে ওই মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শিক্ষার্থীরা হলেন—ম্যানেজমেন্ট বিভাগের ফেরদৌস আহমেদ, মার্কেটিং এর ১৭ ব্যাচের শিক্ষার্থী অনিক। বাকি দুজন শিক্ষার্থীর পরিচয় এখনো জানা যায়নি। আহত চারজন শিক্ষার্থীকে রিকশায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ডা. আরিফ আজকের পত্রিকাকে বলেন,‘আমরা চারজন গুলিবিদ্ধ শিক্ষার্থীকে পেয়েছিলাম, তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আরেকজন শিক্ষার্থী এসেছিল, সে ছুরির আঘাতে আহত হয়েছিল।’

এ দিকে পুলিশের একটি ইউনিট ঘরোয়া হোটেলের পাশে অবস্থান করছে। এ বিষয়ে কোতোয়ালি জোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) নজরুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখনো আহত শিক্ষার্থীদের বিষয়ে অবগত হয়নি।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন