হোম > সারা দেশ > ঢাকা

হত্যা মামলাসহ ১৫ মামলার আসামি আমিনুল কারাগারে

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানীর মোহাম্মদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে আল শাহরিয়ার হোসেন হত্যা মামলাসহ ১৫টি মামলার এজাহারনামীয় আসামি আমিনুল ইসলাম ওরফে হৃদয়কে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুদ্দিন হোসেন কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিকেলে আমিনুল ইসলামকে আদালতে হাজির করে মোহাম্মদপুর থানা-পুলিশ। আল শাহরিয়ার হোসেন (২৩) হত্যা মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল রোববার দিনগত রাত ২:৪৫ ঘটিকায় মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে এই মামলায় গ্রেপ্তার দেখে আদালতে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, যুবক আল শাহরিয়ার হোসেন হত্যার ঘটনায় তার বাবা মো. মনির হোসেন গত ৩ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই সকালে সাড়ে ১০ ঘটিকার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় হাজার হাজার ছাত্র-জনতা বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় ভিকটিম আল শাহরিয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

মামলায় শেখ হাসিনাসহ তার মন্ত্রিসভার সদস্য এবং সংসদ সদস্য ছাড়াও পুলিশ এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করা হয়।

প্রসঙ্গত, গ্রেপ্তার আমিনুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ ১৫টি মামলা রয়েছে। তিনি শাহবাগ থানার একটি চুরি মামলায় সাজা প্রাপ্ত পলাতক আসামি।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির