হোম > সারা দেশ > ঢাকা

‎মতিঝিলে ডিবি পরিচয়ে লাখ টাকা ডাকাতি, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

‎রাজধানীর মতিঝিলে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৩০ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত দুই দিন ঢাকা ও ঝালকাঠি থেকে তাঁদের গ্রেপ্তার করে মতিঝিল থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামিম রহমান (২৯), মো. মিজান রহমান (৫১) ও রবিউল ইসলাম জুয়েল (৪২)। এ সময় তাঁদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত হাইয়েস গাড়ি এবং ৮৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (৩০ জুন) দুপুরে বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।‎

‎ডিএমপির মতিঝিল থানা সূত্রে জানা যায়, গত ২৬ জুন দুপুরে ঢাকার ওয়ারীর নবাবপুরের একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মো. খলিল মিয়া (২৬) ও ইব্রাহীম হোসেন রিফাত (২৪) নামের দুজন একটি স্কুটিতে করে ৩০ লাখ টাকা মতিঝিল সিটি ব্যাংক শাখায় জমা দেওয়ার জন্য রওনা দেন। তাঁরা মতিঝিলের ঘরোয়া হোটেলের সামনে পৌঁছালে ছয়-সাতজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাঁদের ডিবি লেখা একটি হাইয়েস মাইক্রোবাসে জোর করে উঠিয়ে নিয়ে যায়।

পরে দুজনকে মারধর করে অস্ত্রের ভয় দেখিয়ে ৩০ লাখ টাকা নিয়ে হাত-পা বেঁধে সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকায় একটি ময়লার স্তূপে ফেলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক সাইদুল ইসলামের অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিএমপির মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

‎থানা সূত্রে আরও জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার থেকে রোববার ঢাকা ও ঝালকাঠি জেলায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় শামিমের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত হাইয়েস গাড়ি ও মিজানের হেফাজত থেকে ৮০ হাজার টাকা ও জুয়েলের হেফাজত থেকে ৯ হাজার টাকা উদ্ধার করা হয়। ‎

‎গ্রেপ্তার মিজানের নামে ঝালকাঠির রাজাপুর ও নারায়ণগঞ্জের আড়াই হাজার থানায় আরও দুটি ডাকাতির মামলা রয়েছে।‎

‎গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লুট হওয়া টাকা উদ্ধারসহ বাকি ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে জানায় পুলিশ।

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার