হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ফতুল্লায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্বামীর ‘আত্মহত্যা’ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মহিউদ্দিন মৃদুল নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছে। আজ মঙ্গলবার ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ফতুল্লা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মহিউদ্দিন মৃদুল (২৮) চাঁদপুর সদর উপজেলার পূর্বে গোসিলা এলাকার আবুল খায়েরের ছেলে। তিনি দেওভোগ এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। এই ঘটনায় মৃদুলের ভাই আলাউদ্দিন বাদী হয়ে ফতুল্লা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

মামলায় উল্লেখ্য করা হয়, মহিউদ্দিন মৃদুল পেশায় একজন রাজমিস্ত্রি। গতকাল তার স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয়ে ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রী সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান। আজ মঙ্গলবার সকালে বাড়ির মালিক ও প্রতিবেশীরা পরিবারকে ফোন দিয়ে জানান মৃদুলের লাশ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে।

পরে দ্রুত পরিবার ও পুলিশ উপস্থিত হয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এই বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মিজানুর রহমান সজিব আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে স্ত্রীর সঙ্গে অভিমান করে মৃদুল আত্মহত্যা করেছেন। সুরতহাল রিপোর্টে এমনটাই মনে হয়েছে আমাদের। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন