রাজধানীর দক্ষিণখানে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০ বছর বয়সী এক কিশোরীকে দীর্ঘ ৫ মাস ধরে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আজ মঙ্গলবার দক্ষিণখান থানায় ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও ধারণের অপরাধে মামলা করেন।
মামলার এজাহারের বরাত দিয়ে থানা-পুলিশ আজকের পত্রিকাকে জানায়, ভুক্তভোগী কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বায়োজিদ আয়াজ (২১) তাঁর নিজের বাড়ি ও ভুক্তভোগীর বাড়িতে গত বছরের ২৫ জুন থেকে গত বছরের ১২ নভেম্বর পর্যন্ত বহুবার ধর্ষণ করেন। সেই সঙ্গে ওই সব ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে ব্ল্যাকমেল করেন। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে একটি মামলা করেছেন।
এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মামুন আজকের পত্রিকাকে বলেন, এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং মুঠোফোনে সেই ভিডিও ধারণ করে করে ব্ল্যাকমেল করার অভিযোগে একটি মামলা করেছেন এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষক পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।