হোম > সারা দেশ > ঢাকা

যানবাহনে বিজ্ঞাপনের জন্য ফি দাবি করতে পারবে না বিআরটিএ: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যানবাহনে বিজ্ঞাপন প্রদর্শনের জন্য মালিকদের কাছ থেকে ফি চাইতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। তবে বিজ্ঞাপন প্রদর্শনের জন্য বিআরটিএ থেকে পূর্বানুমতি নিতে হবে। 

এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ রায় দেন। রায়ে আদালত ২০২২ সালে প্রণীত বিআরটিএর ১২২ বিধিকেও অবৈধ ঘোষণা করেছেন। 

যানবাহনে বিজ্ঞাপন প্রদর্শনের জন্য ফি আরোপ সংক্রান্ত বিআরটিএর বিধির বৈধতা চ্যালেঞ্জ করে কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিন শাহপর হাসান রিটটি করেন। 

বিআরটিএর বিধিতে একটি হালকা যানের জন্য ৩ হাজার টাকা এবং ভারী যানবাহনে বিজ্ঞাপন প্রদর্শনের জন্য ৫ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছিল। 

বিআরটিএর পক্ষে ছিলেন আইনজীবী রাফিউল ইসলাম। তিনি বলেন, রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। 

রাষ্ট্রপক্ষে ছিলেন অমিত দাশ গুপ্ত। 

কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করিম। তিনি বলেন, যানবাহনের গায়ে বিজ্ঞাপন প্রদর্শনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করে আসছিল। তাদের সিটি করপোরেশনের ধার্যকৃত কর দিতে হতো। হঠাৎ করে বিআরটিএ বিধি তৈরি করে বলল, এ রকম বিজ্ঞাপনের জন্য তাদের কর দিতে হবে। এই বিধিটি চ্যালেঞ্জ করা হয়েছিল। কারণ এ রকম করের কোনো বিধান আইনে নেই। হাইকোর্ট ওই বিধি অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন।

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা