হোম > সারা দেশ > টাঙ্গাইল

ধর্মান্ধদের সঙ্গে কোনোদিন আপস করব না: কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ধর্মান্ধদের সঙ্গে আপস করে নাই। আগামী দিনেও আমরা কোনো দিন আপস করব না।’ তিনি গতকাল সোমবার রাতে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মদন গোপাল বিগ্রহ মন্দির পরিদর্শনের সময় এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘বর্তমানে ভারতেও ধর্মান্ধদের নিয়ে কথা হচ্ছে। বুশের মতো লোকও বলে আমি আকাশ থেকে নির্দেশ পেয়েছি। এই যে মিথ্যাচার এইযে ধর্মকে ব্যবহার করে দেশ শাসন করা মানুষকে শোষণ করা লুণ্ঠন করা তার বিরুদ্ধে আওয়ামী লীগ সব সময় সোচ্চার ছিল। সব সময়ই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আপসহীন আন্দোলন সংগ্রাম করেছে।’ 

কৃষিমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এটা অব্যাহত থাকবে। সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। যেটি হবে সারা বিশ্বে সম্মানের, অহংকারের।’ 

মন্দির পরিদর্শনের সময় মধুপুর পৌরসভার মেয়র মো. সিদ্দিক হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইয়াকুব আলী, মধুপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ সুশীল কুমার সাহা, পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক অলক কুমার চৌধুরী স্বপনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে