হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরে অপহরণ মামলা করায় বাদীর ওপর হামলা, আহত ২

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

টাঙ্গাইলের মির্জাপুরে স্কুলছাত্রী অপহরণের ঘটনায় থানায় অভিযোগ দেওয়ায় বাদী ও তাঁর স্বজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

আহত বাদী খুশী মোহন মণ্ডল (৬৫) ও ফুফা (পিশা) গিরেন সরকারকে (৩৫) উদ্ধার করে উপজেলার কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গত সোমবার উপজেলায় ভুক্তভোগী (১৪) প্রতিদিনের মতো ক্লাসে যায়। সে বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। এর মধ্যে একই গ্রামের খোকন (২৩) ওই ভুক্তভোগীর সঙ্গে নিজের ছবি ফেসবুকে ছড়িয়ে দেন। খোকন ওই ছাত্রীকে অপহরণ করে গোপন স্থানে নিয়ে অবস্থান করছেন ফেসবুকের মাধ্যমে জানতে পেয়ে ভুক্তভোগীর দাদা খুশী মোহন মণ্ডল মির্জাপুর থানায় অভিযোগ করেন।

এদিকে অপহরণের ঘটনায় থানায় অভিযোগ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে খোকনের লোকজন শুক্রবার রাতে বাদী খুশী মোহন ও পিশা গিরেনের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে দুজনেই আহত হন।

আহত খুশী মোহন মণ্ডল বলেন, ‘নাতিনকে ফিরে পেতে থানায় যাওয়ায় খোকনের ভাই রিপন, প্রকাশ, গোপাল ও শম্ভুসহ ৫-৭ জন মিলে আমাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করেছেন।’

মামলার তদন্তকারী কর্মকর্তা দেওহাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নূরুন্নবী বলেন, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে। বাদী ও ছাত্রীর ভগ্নিপতির ওপর হামলার বিষয়টিও তদন্ত করে দেখা হবে বলে তিনি জানান।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে