হোম > সারা দেশ > ঢাকা

দুদকের মামলায় রিজেন্টের সাহেদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অব্যাহত রয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আহমেদ পাটোয়ারীকে জেরা করেন সাহেদের আইনজীবী। 

জেরা শেষ না হওয়ায় বিচারক নজরুল ইসলাম আগামী ২২ আগস্ট নতুন তারিখ ধার্য করেন। 

এর আগে গত ৬ জুন এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। গত ১৭ এপ্রিল এই মামলায় সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। 

ঘটনার বিবরণে জানা যায়, বিভিন্ন প্রতারণার অভিযোগে সাহেদ গ্রেপ্তার হওয়ার পর ওই সব মামলা তদন্ত করতে গিয়ে অর্থ পাচারের বিভিন্ন অভিযোগ পাওয়া যায়। অর্থ পাচার মামলা তদন্ত করতে গিয়ে সাহেদের অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়। পরে দুদক অনুসন্ধান করে সাহেদের মালিকানাধীন রিজেন্ট ডিসকভারি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যাংক হিসাবে ১ কোটি ৬৯ লাখ ১৭ হাজার ৫১৩ টাকা পাওয়া যায়। এটি আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ এবং অবৈধভাবে অর্জিত টাকা।

এ ঘটনায় দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ তালুকদার বাদী হয়ে দুদকের সমন্বিত কার্যালয় ঢাকা-১-এ মামলা দায়ের করেন। বাদী নিজেই তদন্ত করে গত ২ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করেন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট