হোম > সারা দেশ > ঢাকা

আইনি প্রক্রিয়া অব্যাহত থাকুক, তবে সবাই যেন শান্তিতে থাকতে পারি: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘নানা রকমের আইনগত বিষয়ে আমাদের সময় দিতে হয়। ব্যস্ত থাকতে হয়। এতে আমাদের ক্ষতি, সবারই ক্ষতি। তবে আইনের প্রক্রিয়া অব্যাহত থাকুক, এর মধ্যে আমরা যেন সবাই শান্তিতে থাকতে পারি।’ 

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কাকরাইলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এসব কথা বলেন তিনি। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় শ্রম আপিল ট্রাইব্যুনাল জামিনের মেয়াদ বাড়ানোর পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। 

ড. ইউনূস বলেন, ‘আমি সবাইকে ধন্যবাদ জানাই, যাতে সুন্দরভাবে কাজগুলো সম্পন্ন হয়। আমরা সবাই দেশের মঙ্গল হোক, তা চাই। আমরা কাজে নিয়োজিত থাকতে চাই।’ 

বিভিন্ন মামলায় বারবার আদালতে আসতে হচ্ছে, এমন এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘এতে সময় যাচ্ছে। এতে আমাদের সবাইকে ব্যস্ত থাকতে হচ্ছে, যে সময় আমরা অন্য কাজগুলো করতে পারতাম। এখন আমাদের সময় এসেছে, বহু কাজ করার সময় এসেছে, কাজের প্রয়োজন আছে, এখানে যদি আমরা নিজেদের নিয়োজিত করতে পারতাম। এই সময়ে এগুলো আমাদের মনে কষ্ট দেয়, কাজে বাধা দেয়।’ 

এর আগে শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসসহ চারজনের জামিনের মেয়াদ বৃদ্ধি করে শ্রম আপিল ট্রাইব্যুনাল।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু