হোম > সারা দেশ > ঢাকা

আইনি প্রক্রিয়া অব্যাহত থাকুক, তবে সবাই যেন শান্তিতে থাকতে পারি: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘নানা রকমের আইনগত বিষয়ে আমাদের সময় দিতে হয়। ব্যস্ত থাকতে হয়। এতে আমাদের ক্ষতি, সবারই ক্ষতি। তবে আইনের প্রক্রিয়া অব্যাহত থাকুক, এর মধ্যে আমরা যেন সবাই শান্তিতে থাকতে পারি।’ 

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কাকরাইলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এসব কথা বলেন তিনি। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় শ্রম আপিল ট্রাইব্যুনাল জামিনের মেয়াদ বাড়ানোর পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। 

ড. ইউনূস বলেন, ‘আমি সবাইকে ধন্যবাদ জানাই, যাতে সুন্দরভাবে কাজগুলো সম্পন্ন হয়। আমরা সবাই দেশের মঙ্গল হোক, তা চাই। আমরা কাজে নিয়োজিত থাকতে চাই।’ 

বিভিন্ন মামলায় বারবার আদালতে আসতে হচ্ছে, এমন এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘এতে সময় যাচ্ছে। এতে আমাদের সবাইকে ব্যস্ত থাকতে হচ্ছে, যে সময় আমরা অন্য কাজগুলো করতে পারতাম। এখন আমাদের সময় এসেছে, বহু কাজ করার সময় এসেছে, কাজের প্রয়োজন আছে, এখানে যদি আমরা নিজেদের নিয়োজিত করতে পারতাম। এই সময়ে এগুলো আমাদের মনে কষ্ট দেয়, কাজে বাধা দেয়।’ 

এর আগে শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসসহ চারজনের জামিনের মেয়াদ বৃদ্ধি করে শ্রম আপিল ট্রাইব্যুনাল।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার