হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুর-উত্তরা থেকে নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীর ৪ সদস্য গ্রেপ্তার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও উত্তরখান এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীর আরও চার সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। আজ শনিবার ভোররাত পর্যন্ত সিটিটিসির একাধিক টিম অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হেলাল উদ্দিন (৪৫), আসাদুজ্জামান নুর (১৮), তানিম সিকদার সিহাব (১৮) ও আহমেদ নাসিফ করিম ওরফে কাব্য (১৮)।

আজ বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস শাখার উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন। সিটিটিসির বরাতে তালেবুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিযবুত তাহ্‌রীর সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তাঁদের কাছ থেকে জব্দ করা আলামত থেকে এর সত্যতা পাওয়া গেছে।

তালেবুর রহমান আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ সংগঠনের পলাতক আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে গতকাল শুক্রবার রাজধানীতে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীর বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় ১৫-২০ জন সদস্যকে আটক করা হয়। আটক ব্যক্তিরা পুলিশের বাধা উপেক্ষা করে পুরান পল্টন এলাকায় মিছিল বের করেন। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে তাঁদের আটক করা হয়।

এদিকে গত বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে সংগঠনটির তিন সদস্যকে গ্রেপ্তার করে সিটিটিসি ইউনিট।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল