হোম > সারা দেশ > ঢাকা

সাদেক হোসেন খোকার ছোট ছেলে ইশফাক ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশফাক হোসেনসহ ছয়জনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম রাত সাড়ে ৮টার সময় এই রিমান্ড মঞ্জুর করেন। 

রাতে এই ছয়জনকে আদালতে হাজির করে পল্টন থানা-পুলিশ। তদন্ত কর্মকর্তা প্রত্যেকের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে ইশফাকসহ ছয়জনের রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন তাঁদের আইনজীবীরা। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে প্রত্যেকের রিমান্ড মঞ্জুর করেন। 

গতকাল শনিবার বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পল্টন থানার সামনে পুলিশকে মারধর, পুলিশের কর্তব্য কাজে বাধা, আইনশৃঙ্খলার অবনতি ঘটানো, যানবাহন ভাঙচুর করার অভিযোগ এনে পল্টন থানা-পুলিশ মামলা করে। 

ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ছয়জনকে আজ আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনের উল্লেখ করেন, ঘটনার প্রকৃত রহস্য ও পুলিশকে মারধর করার ঘটনার সঙ্গে আর কারা জড়িত সেই তথ্য উদ্‌ঘাটনের জন্য আসামিদের রিমান্ডে নেওয়া প্রয়োজন। 

আসামিপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মোসলেউদ্দিন জসিম, যাদু ভূইয়া প্রমুখ। আদালতের পল্টন সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম জামিনের বিরোধিতা করেন এবং রিমান্ডের পক্ষে বক্তব্য দেন। 

এই মামলায় আরও ৪৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের রিমান্ডের আবেদন করা হয়নি। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট