হোম > সারা দেশ > ঢাকা

সাদেক হোসেন খোকার ছোট ছেলে ইশফাক ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশফাক হোসেনসহ ছয়জনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম রাত সাড়ে ৮টার সময় এই রিমান্ড মঞ্জুর করেন। 

রাতে এই ছয়জনকে আদালতে হাজির করে পল্টন থানা-পুলিশ। তদন্ত কর্মকর্তা প্রত্যেকের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে ইশফাকসহ ছয়জনের রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন তাঁদের আইনজীবীরা। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে প্রত্যেকের রিমান্ড মঞ্জুর করেন। 

গতকাল শনিবার বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পল্টন থানার সামনে পুলিশকে মারধর, পুলিশের কর্তব্য কাজে বাধা, আইনশৃঙ্খলার অবনতি ঘটানো, যানবাহন ভাঙচুর করার অভিযোগ এনে পল্টন থানা-পুলিশ মামলা করে। 

ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ছয়জনকে আজ আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনের উল্লেখ করেন, ঘটনার প্রকৃত রহস্য ও পুলিশকে মারধর করার ঘটনার সঙ্গে আর কারা জড়িত সেই তথ্য উদ্‌ঘাটনের জন্য আসামিদের রিমান্ডে নেওয়া প্রয়োজন। 

আসামিপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মোসলেউদ্দিন জসিম, যাদু ভূইয়া প্রমুখ। আদালতের পল্টন সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম জামিনের বিরোধিতা করেন এবং রিমান্ডের পক্ষে বক্তব্য দেন। 

এই মামলায় আরও ৪৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের রিমান্ডের আবেদন করা হয়নি। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ