হোম > সারা দেশ > ঢাকা

সাদেক হোসেন খোকার ছোট ছেলে ইশফাক ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশফাক হোসেনসহ ছয়জনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম রাত সাড়ে ৮টার সময় এই রিমান্ড মঞ্জুর করেন। 

রাতে এই ছয়জনকে আদালতে হাজির করে পল্টন থানা-পুলিশ। তদন্ত কর্মকর্তা প্রত্যেকের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে ইশফাকসহ ছয়জনের রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন তাঁদের আইনজীবীরা। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে প্রত্যেকের রিমান্ড মঞ্জুর করেন। 

গতকাল শনিবার বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পল্টন থানার সামনে পুলিশকে মারধর, পুলিশের কর্তব্য কাজে বাধা, আইনশৃঙ্খলার অবনতি ঘটানো, যানবাহন ভাঙচুর করার অভিযোগ এনে পল্টন থানা-পুলিশ মামলা করে। 

ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ছয়জনকে আজ আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনের উল্লেখ করেন, ঘটনার প্রকৃত রহস্য ও পুলিশকে মারধর করার ঘটনার সঙ্গে আর কারা জড়িত সেই তথ্য উদ্‌ঘাটনের জন্য আসামিদের রিমান্ডে নেওয়া প্রয়োজন। 

আসামিপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মোসলেউদ্দিন জসিম, যাদু ভূইয়া প্রমুখ। আদালতের পল্টন সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম জামিনের বিরোধিতা করেন এবং রিমান্ডের পক্ষে বক্তব্য দেন। 

এই মামলায় আরও ৪৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের রিমান্ডের আবেদন করা হয়নি। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট