হোম > সারা দেশ > ঢাকা

পুরান ঢাকার পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মীরদের টানা পৌনে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছেন পুরান ঢাকার মাহুতটুলীর পলিথিন কারখানার আগুন। 

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম আগুন নিয়ন্ত্রণের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১২টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, ‘এটা একটি প্লাস্টিক কারখানা ছিল। ছোট ছোট প্লাস্টিকের দানা থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তবে কারখানা বন্ধ থাকায় কোন মানুষজন ছিল না। তাই সেখানে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তাছাড়া ওই কারখানার আশেপাশের বাসার মানুষজনেরও কোন ক্ষতি হয়নি। তবে আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে জানানো।’

এর আগে, রাত সাড়ে ১১টার দিকে আগুন মাহুতটুলীর একটি চার তলা ভবনের নিচতলার একটি পলিথিন কারখানায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়। 

তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সর্ম্পকে প্রাথমিকভাবে কেউ নিশ্চিত করতে পারেনি। 

এর আগে সন্ধ্যায় রাজধানীর চকবাজারে মদিনা আশিক টাওয়ারের আগুন লাগে। ১৬ তলা ভবনের ৭ তলায় ইমিটেশনের পরিত্যক্ত মালামাল থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার