হোম > সারা দেশ > ঢাকা

পুরান ঢাকার পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মীরদের টানা পৌনে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছেন পুরান ঢাকার মাহুতটুলীর পলিথিন কারখানার আগুন। 

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম আগুন নিয়ন্ত্রণের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১২টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, ‘এটা একটি প্লাস্টিক কারখানা ছিল। ছোট ছোট প্লাস্টিকের দানা থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তবে কারখানা বন্ধ থাকায় কোন মানুষজন ছিল না। তাই সেখানে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তাছাড়া ওই কারখানার আশেপাশের বাসার মানুষজনেরও কোন ক্ষতি হয়নি। তবে আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে জানানো।’

এর আগে, রাত সাড়ে ১১টার দিকে আগুন মাহুতটুলীর একটি চার তলা ভবনের নিচতলার একটি পলিথিন কারখানায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়। 

তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সর্ম্পকে প্রাথমিকভাবে কেউ নিশ্চিত করতে পারেনি। 

এর আগে সন্ধ্যায় রাজধানীর চকবাজারে মদিনা আশিক টাওয়ারের আগুন লাগে। ১৬ তলা ভবনের ৭ তলায় ইমিটেশনের পরিত্যক্ত মালামাল থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ