সুন্দর ও উন্নত শহর হিসেবে ঢাকাকে গড়ে তুলতে সমাজের সব শ্রেণি পেশা ও বয়সী মানুষের সহযোগিতা চেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। আজ মঙ্গলবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত ‘আজকের বাংলাদেশ ও ধর্মীয় মূল্যবোধ’ শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ সহযোগিতা চান।
মেয়র বলেন, ‘সমাজের কিশোর-তরুণ বা বয়োজ্যেষ্ঠ, সকলের সঙ্গেই আমি আছি ও থাকব। একটি সুন্দর শহর গড়তে সব বয়স এবং শ্রেণি পেশার মানুষের সহযোগিতা ছাড়া সম্ভব না। আপনাদেরও যেকোনো প্রয়োজনে আমি পাশে থাকব।’
বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান বিচারপতি মো. মোমতাজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, বাংলাদেশ ইসলামি ঐক্যজোট ও ইসলামি ডেমোক্রেটিক অ্যালায়েন্স এর চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।