হোম > সারা দেশ > ঢাকা

খিলগাঁওয়ে রিকশাচালকের হাত-পা বাঁধা মরদেহ

ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলগাঁওয়ের সিপাহিবাগের একটি বাসা থেকে জামাল (২২) নামে এক রিকশাচালকের হাত-পা বাঁধা ও গলায় রশি প্যাঁচানো মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, তাঁকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়। আজ শুক্রবার ভোর ৫টার দিকে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ। 

জানা গেছে, মৃত জামাল জামালপুর সদর উপজেলার নুর মিয়ার ছেলে। তিনি রাজধানীর সিপাহিবাগ ঝিলপাড় হাসমতের টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন। 

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল-হাসান জানান, সিপাহিবাগ ঝিলপাড়ের হাসমতের টিনশেড বাড়িতে মাকে নিয়ে থাকতেন জামাল। কয়েক দিন আগে তাঁর মা গ্রামের বাড়িতে যান। বাসায় একাই ছিলেন জামাল। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই বাসায় গিয়ে দেখা যায়, রুমের ভেতর আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে জামালের মরদেহ। এ সময় তাঁর হাত-পা বাঁধা ছিল। 

এসআই আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—জামালকে শ্বাসরোধে হত্যার পর তাঁর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। বিস্তারিত জানতে তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা