হোম > সারা দেশ > ঢাকা

আনু মুহাম্মদের পায়ে অস্ত্রোপচার আগামী সপ্তাহে 

তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদের ক্ষতিগ্রস্ত পায়ে অস্ত্রোপচার করা হবে আগামী সপ্তাহে। তিনি বর্তমান শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে ইনস্টিটিউটের চিকিৎসকেরা জানিয়েছেন। 

আনু মুহাম্মদের চিকিৎসার জন্য স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনের নেতৃত্বে ১৮ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। 

আনু মুহাম্মদের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও সহকারী পরিচালক ডা. হোসাইন ইমাম আজকের পত্রিকাকে বলেন, আনু মুহাম্মদের শারীরিক কিছু পরীক্ষা–নিরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষা–নিরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে তার ক্ষতিগ্রস্ত পায়ে অস্ত্রোপচার করা হবে। তার বাঁ পায়ের পাঁচটি ও ডান পায়ের একটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আগামী সপ্তাহে তার অস্ত্রোপচার করার প্রস্তুতি নিচ্ছি। 

জানা গেছে, দিনাজপুরে একটি স্মরণসভায় অংশ নিয়ে গত রোববার তিনি ট্রেনে করে ঢাকায় ফিরছিলেন। রাজধানীর খিলগাঁওয়ে ট্রেন থেকে নামার সময় তার পা পিছলে ট্রেনের চাকার নিচে চলে যায়। এতে তার দুই পাই ক্ষতিগ্রস্ত হয়।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল