হোম > সারা দেশ > ঢাকা

আনু মুহাম্মদের পায়ে অস্ত্রোপচার আগামী সপ্তাহে 

তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদের ক্ষতিগ্রস্ত পায়ে অস্ত্রোপচার করা হবে আগামী সপ্তাহে। তিনি বর্তমান শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে ইনস্টিটিউটের চিকিৎসকেরা জানিয়েছেন। 

আনু মুহাম্মদের চিকিৎসার জন্য স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনের নেতৃত্বে ১৮ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। 

আনু মুহাম্মদের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও সহকারী পরিচালক ডা. হোসাইন ইমাম আজকের পত্রিকাকে বলেন, আনু মুহাম্মদের শারীরিক কিছু পরীক্ষা–নিরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষা–নিরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে তার ক্ষতিগ্রস্ত পায়ে অস্ত্রোপচার করা হবে। তার বাঁ পায়ের পাঁচটি ও ডান পায়ের একটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আগামী সপ্তাহে তার অস্ত্রোপচার করার প্রস্তুতি নিচ্ছি। 

জানা গেছে, দিনাজপুরে একটি স্মরণসভায় অংশ নিয়ে গত রোববার তিনি ট্রেনে করে ঢাকায় ফিরছিলেন। রাজধানীর খিলগাঁওয়ে ট্রেন থেকে নামার সময় তার পা পিছলে ট্রেনের চাকার নিচে চলে যায়। এতে তার দুই পাই ক্ষতিগ্রস্ত হয়।

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে